ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। প্লে অফে জায়গা করে নিতে জয় ছাড়া উপায় ছিল না বার্বাডোজ ট্রাইডেন্টসের। তেমনই বাঁচা-মরার লড়াই ব্যাট-বল দুটোই কথা বলল সাকিব আল হাসানের। তার দলও পেলো দারুণ এক জয়। সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে চতুর্থ দল হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শেষ চার নিশ্চিত করেছে ট্রাইডেন্টস।
রোববার ব্রিজটাউনে ২৪ রানে জিতেছে বার্বাডোজ।
প্রথমে ব্যাট করা বার্বাডোজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৪১ রান। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল ছিল না বার্বাডোজের। প্রথম ওভার শেষেই উইকেটে যেতে হয় সাকিবকে। এরপর জনসন চার্লসের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক তুলেন ২১ বলে দুই চারে ২২ রান। ৩৬ বলে ৪৭ রান আসে চার্লসের ব্যাটে। ২৭ রান করেন জাস্টিন গ্রেভাস।
এরপর বল হাতে সাফল্য পেলেন সাকিব। নতুন বল হাতে নিয়ে প্রথম ওভারে দেন ৩ রান। পরের ওভারে অবশ্য ১২। এরপর ফিরে তুলে নেন কলিন ইনগ্রামকে। ৪ ওভারে সাকিব ২০ রানে নেন ১ উইকেট। হেইডেন ওয়ালশ ৪ উইকেট পেয়েছেন ২৬ রানে।
এ অবস্থায় ৯ ম্যাচে বার্বাডোজের অর্জন পয়েন্ট ৮। এক পয়েন্ট কম নিয়ে এরপরই সেন্ট লুসিয়া। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
বার্বাডোজ ট্রাইডেন্টস : ২০ ওভারে, ১৪১/৬ (জনসন চার্লস ৪৭, সাকিব আল হাসান ২২, জেমি ডুমিনি ১৩, জেপি গ্রিভাস ২৭; সান্তোকি ২/২৫, জিসি ভিওজেন ২/২৬)
সেন্ট লুসিয়া জুকস : ২০ ওভারে ১১৭/ ১০ (কলিন ইনগ্রাম ২৫, কলিন ডি গ্র্যান্ডহোম ২১, কর্নওয়েল ১৯, আন্দ্রে ফ্লেচার ৮; সাকিব ১/২০, গার্নি ৩/১৭, ওয়ালশ ৪/২৬)
ফল: বার্বাডোজ ২৪ রানে জয়ী
ম্যাচসেরা: হেইডেন ওয়ালশ
Discussion about this post