ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিনিয়রদের মতোই পথ হারিয়েছেন ব্যাটসম্যানরা। ভারত সফরে কিছুতেই চেনা ছন্দে নেই দল। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই গড়া হয়নি বড় স্কোর। মাত্র দুইশ ছাড়ানো সংগ্রহ নিয়ে কী আর লড়াই করা যায়? এরমধ্যে প্রিয়ম গার্গের অপরাজিত সেঞ্চুরিতে সর্বনাশ। চতুর্থ ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে ভারত অনূর্ধ্ব-২৩ দল।
বুধবার লক্ষ্মৌতে ৪ উইকেটে জিতেছে ভারতীয় দল। ২০২ রানের টার্গেট ৪৬ বল হাতে রেখেই পূরণ করে ফেলে স্বাগতিকরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ম্যাচে টস জিতেছিল বাংলাদেশের যুবারাই। কিন্তু শুরুতেই পথ হারায় দল। দলীয় স্কোর ২২ রান হতেই আউট মেহেদি হাসান (২), ইয়াসির আলী (১) ও জাকির হাসান (০)। এরপর অধিনায়ক সাইফ হাসানও বেশি দূর যেতে পারলেন না। তারপর পঞ্চম উইকেটে লড়েছেন আরিফুল হক ও আল আমিন জুনিয়র যোগ করেন ৫৬ রান। ৭৬ বলে ৪৪ রান তুলে আউট আরিফুল। আল আমিন জুনিয়রের ব্যাটে ৫৫ বলে ৪০ রান। শেষ দিকে মাহিদুল ইসলাম ৭৩ বলে ৫১ রান করলে স্কোর কিছুটা বড় হয়। রবিউল করেন ২৯ রান।
জবাব দিতে নেমে মাত্র ১৬ রানে আউট ভারতের দুই ব্যাটসম্যান এরপর গার্গ লড়ে গেছেন।১১৮ বলে ১২ চার ও এক ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। দল পায় দারুণ এক জয়।
লক্ষ্মৌতেই শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ২০১/৬ (সাইফ ২৭, মেহেদি ২, ইয়াসির ১, জাকির ০, আরিফুল ৪৪, আল আমিন জুনিয়র ৪০, মাহিদুল ৫১*, রবিউল ২৯*; শেঠ ২/৩৯, আর্শদীপ ২/৪২, জয়সাল ১/৩০, হেগড়ে ১/৩২)
ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৪২.২ ওভারে ২০২/৬ (গার্গ ১১১*, হেগড়ে ২১, শরত ১৯ ; মেহেদি ১/৩২, শফিকুল ১/২৮, সুমন ১/৪৬, রবিউল ০/১৭, তানভীর ১/৩৯, সাইফ ০/২৩, আলআমিন ০/১৫)
ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ৪ উইকেটে জয়ী
Discussion about this post