ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে জায়গা পেয়েও টিকে থাকতে পারছেন না সৌম্য সরকার। ব্যাট হাতে নেই ধারাবাহিকতা। ইদানিং দশ ম্যাচ পর পর যেন কথা বলে তার ব্যাট। এবারের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজেও কথা বলেনি তার ব্যাট। দু ম্যাচে খেলে মাত্র ৪ রান। এ কারণেই বাদ পড়েছেন দল থেকে। তবে নিজেকে ফিরে পেতে সুযোগ পেয়ে গেলেন সৌম্য। শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলে জায়গা পেলেন তিনি।
দলের অধিনায়ক টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। তার দলে আছেন জাতিয় দলে না থাকা আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিথুন, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, স্পিনার সানজামুল হক, পেস বোলার ইবাদত হোসেনকেও রাখা হয়েছে শ্রীলঙ্কা সফরের দলে।
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন নাজমুল হোসেন শান্ত। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলবেন সাইফ হাসান। এরপর তিনিও ‘এ’ দলে নাম লেখাবেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দীর্ঘদিন পর এবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া জহুরুল ইসলামও যাচ্ছেন শ্রীলঙ্কায়।
প্রথম চার দিনের ম্যাচ ২৩ সেপ্টেম্বর শুরু, কাতুনায়েকেতে। দ্বিতীয়টি ম্যাচটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর, গলে।
ওয়ানডে ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১২ অক্টোবর। প্রথম দুটি হাম্বানতোতায় আর পরেরটি কলস্বোয়।
বাংলাদেশ ‘এ’ দল-
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ মিথুন, নূরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post