ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তান মানেই যেন বাংলাদেশের জন্য আতঙ্কের এক নাম। গত এক সপ্তাহে দুই বার বাংলাদেশ হেরেছে এই দলটির কাছে। প্রথমে আফগানদের কাছে টেস্টে হার মানে সাকিব আল হাসানের দল। এরপর যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। এ কারণেই বৃহস্পতিবারের ম্যাচে চোখ ছিল অনেকেরই। তবে স্বস্তির খবর-এবার হতাশার খবর শুনতে হয়নি।
সেমি-ফাইনাল না খেলেই ফাইনালে উঠে গেছে বাংলাদেশের যুবারা। বৃষ্টিতে ভেসে গেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমি-ফাইনাল ম্যাচ। যার পথ ধরে গ্রুপ পর্বের দুই চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত উঠে গেছে ফাইনালে
বৃহস্পতিবার শ্রীলঙ্কার মোরাতুয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে শুরুই হয়নি। একইভাবে কলম্বোর পি সারা ওভালে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার আরেক সেমি-ফাইনালও বৃষ্টিতে ভেসে গেছে।
গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে জুনিয়র টাইগাররা। তুলে নিয়েছে টানা তিন জয়। দল হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতও। তারা হারায় আফগানিস্তান, পাকিস্তান আর কুয়েতকে।
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষ রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। শনিবার কলম্বোর পি সারা ওভালে শিরোপা লড়াইয়ে নামবে দুই দল।
Discussion about this post