ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালের টিকিট মিলেছিল আগেই। সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে হারিয়ে দল উড়ছিল আকাশে। এবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষেও জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা। অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে উঠেছে দল
মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৪২ রানে হারাল বাংলাদেশের ছেলেরা।
আকবর আলীর দল টস জিতে ব্যাটিংয়ে নামে। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে দল তুলে ২৭৩ রান। জবাব দিতে নেমে ৪৭.৪ বলে ২৩১ রানে অলআউট শ্রীলঙ্কা।
তানজিদ হাসান ও মাহমুদুল উদ্বোধনী জুটিতে দলকে পথ দেখান। ১৭ রান করে ফেরেন তানজিদ। এরপর পারভেজ হোসেন ফিরে যান চটজলদি।
এরপর তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন মাহমুদুল। ৫০ রান করে ফেরেন হৃদয়। এরপর শামীম হোসেন ও অধিনায়ক আকবরকে নিয়ে এগিয়ে যান মাহমুদুল। ১৪০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১২৬ রান তুলেন তিনি।
এরপর নেমে স্বাগতিক শ্রীলঙ্কা তেমন জবাব দিতে পারেনি। তাদের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেয়নি টাইগার বোলাররা। সর্বোচ্চ ৪২ রান করেন রোহান সঞ্জয়।
তিন উইকেট নেন রাকিবুল হাসান। দুটি করে উইকেট শিকার করেছেন আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম।
১২ সেপ্টেম্বর ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই দিনে আরেব সেমিতে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ১৪ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৭৩/৭ (তানজিদ ১৭, মাহমুদুল ১২৬, পারভেজ ১০, হৃদয় ৫০, শামীম ২২, আকবর ১৪, শাহাদাত ১২*, মৃত্যুঞ্জয় ৪, রাকিবুল ৪*; ড্যানিয়েল ২/৩৯, মাদুশঙ্কা ৩/৫৪, চামিন্দু ০/২৭, রোহান ০/৪৭, কাভিন্দু ১/৭৬, পারানাভিথানা ১/৩০)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.৪ ওভারে ২৩১/১০ (পারানাভিথানা ১৭, কামিল ৩৩, রাভিন্দু ১৭, আহান ৩৩, পেরেরা ৩৬, আভিস্কা ২২, কাভিন্দু ০, চামিন্দু ১, রোহান ৪২, ড্যানিয়েল ৫, মাদুশঙ্কা ১৩*; শরিফুল ২/৫০, শামীম ১/৩৯, মৃত্যুঞ্জয় ১/৩৮, আশরাফুল ২/৪৭, রাকিবুল ৩/৪৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪২ রানে জয়ী
Discussion about this post