ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হতাশা দিয়েই আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয়েছিল বাংলাদেশের মেয়েদের। বৃষ্টির বাধায় প্রথম ম্যাচে মাঠেই নামতে পারেনি দল। তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে না পারার সেই দুঃখ সামলে উঠেছে দল। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নেমেই যুক্তরাষ্ট্রকে অনায়াসে হারাল সালমা খাতুনের দল।
স্কটল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে রোববার ৮ উইকেটের মার্কিনিদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রকে ৪৬ রানে অলআউট করে জয়ের পথে এগিয়ে যায় মেয়েরা। এরপর ২ উইকেট হারিয়ে মাত্র ৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে পড়ে মার্কিনিরা। শুরুতেই জাহানারা আলম ফেরান দুই ওপেনারকে। অফ স্পিনার খাদিজা তুল কুবরা তুলে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আরও সফল। তার বোলিং ফিগারটা দেখার মতো ৩.৫-১-১২-৩!
ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু সুগেতা চন্দ্রশেখর। তিনি তুলেন ৩৭ বলে ১৫ রান।
এরপর নেমে ওপেনার সানজিদা ইসলাম ৩৪ বলে ৩০ রান করে ফেরেন। আয়েশা আক্তার করেন ৮ রান ।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক স্কটল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।
বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমি-ফাইনালে। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে উঠতে পারলেই মিলবে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।
আগের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মেয়েরা পেয়েছিল মূল পর্বে খেলার টিকিট। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ভেন্যু দেশ অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
যুক্তরাষ্ট্র: ১৯.৫ ওভারে ৪৬ (সুগেতা ১৫; জাহানারা ৪-০-৭-২, নাহিদা ৩.৫-১-১২-৩, খাদিজা ৪-১-১০-২, সালমা ৩-০-৬-০, ফাহিমা ২-০-৭-০, রিতু ৩-০-৩-১)।
বাংলাদেশ: ৮.২ ওভারে ৪৮/২ (সানজিদা ৩০, আয়েশা ৮, নিগার ৫*, রিতু ১*; অক্ষতা ২/২)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাহিদা আক্তার
Discussion about this post