ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনেই দুটো সিরিজ। প্রথমে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট ম্যাচ। এরপরই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। যেখানে বাংলাদেশের সঙ্গে আফগানরা ছাড়াও থাকবে জিম্বাবুয়ে। সেই সিরিজেই যুক্ত হয়েছে এ‘ওভাই’! এই রাইড শেয়ারিং সার্ভিস আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর। সিরিজের নাম ওভাই ক্রিকেট সিরিজ।
এ মাসেই ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দলের। সফরের শুরুতেই ১-২ সেপ্টেম্বর দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৫ সেপ্টেম্বর টাইগারদের সঙ্গে টেস্ট ম্যাচ রশিদ খানদের।
সেই লড়াই শেষে ১৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে টি-টুয়েন্টি সিরিজ। ঢাকায় তিনটি ম্যাচ হয়ে বাকি তিন ম্যাচ চট্টগ্রামে। প্রতি দল পরস্পরের সঙ্গে দুটি করে টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। সেরা দুটি দল খেলবে ফাইনাল। এই সিরিজের ফাইনাল ২৪ সেপ্টেম্বর।
দেখে নিন ‘ওভাই’ সিরিজের সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু |
আফগানিস্তান-বাংলাদেশ | ৫-৯ সেপ্টেম্বর | চট্টগ্রাম |
বাংলাদেশ-জিম্বাবুয়ে | ১৩ সেপ্টেম্বর | মিরপুর |
আফগানিস্তান-জিম্বাবুয়ে | ১৪ সেপ্টেম্বর | মিরপুর |
বাংলাদেশ-আফগানিস্তান | ১৫ সেপ্টেম্বর | মিরপুর |
বাংলাদেশ-জিম্বাবুয়ে | ১৮ সেপ্টেম্বর | চট্টগ্রাম |
আফগানিস্তান-জিম্বাবুয়ে | ২০ সেপ্টেম্বর | চট্টগ্রাম |
বাংলাদেশ-আফগানিস্তান | ২১ সেপ্টেম্বর | চট্টগ্রাম |
ফাইনাল | ২৪ সেপ্টেম্বর | মিরপুর |
Discussion about this post