ক্রিকবিডি.কম রিপোর্ট
আগামী বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই বয়সভিত্তিক আর হাই পারফরম্যান্স (এইচপি) দলে বেশি মোনযোগ দিতে হবে। কয়েকদিন আগেই এমনটাই বেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। শেষ পর্যন্ত ওয়ানেডে অধিনায়কের কথায় টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এবার একটু বেশি মনোযোগ দিচ্ছে পাইপলাইনে। সেটির অংশ হিসেবে কদিন আগে এক সঙ্গে বিসিবির চারটি দল ব্যস্ত ছিল। এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল, ভারতে বিসিবি একাদশ, ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দল, অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।
বয়সভিত্তিক ক্রিকেটে বিসিবির কার্যক্রম নেহাত কম নয়। প্রতি বছর এইচপি দল নিয়েও কাজ হয়। তবে গেল বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন থেকেই নতুন খেলোয়াড় তুলে আনার চেষ্টায় বিসিবি। সেটির অংশ হিসেবে দেশে ও বাইরে একাধিক দল খেলছে।
আপাতত এইচপির খেলা নেই। তবে থেমে নেই তাদের কার্যক্রম। এরইমধ্যে শুরু হয়েছে অনুশীলন। কদিন পর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ইমার্জিং দল। বিসিবি এইচপি দলের বিপক্ষে ১৯, ২১, ২৪ আগস্ট তিনটি এক দিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং টিম। প্রথম দুটি ম্যাচ বিকেএসপিতে, শেষটি খুলনায়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই ২৭ আগস্ট শুরু সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। ৩ সেপ্টেম্বর কক্সবাজারে শুরু দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি।
এদিকে ঐ সিরিজ চলাকালীল এইচপির ১৫ জন পেসারকে নিয়ে আরেকটি কার্যক্রম শুরু করবে বিসিবি। সেখান থেকে ভালো কিছু আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
Discussion about this post