ক্রিকবিডি২৪.কম ডেস্ক
প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। মনে হচ্ছিল আয়ারল্যান্ডের কাছেই বুঝি নাজেহাল হবে জায়ান্টরা। কিন্তু রহস্য বাকী ছিল লর্ডস টেস্টে। জো রুটের দল চমই দেখাল। শুক্রবার টেস্টের তৃতীয় দিনে উড়ে গেল আইরিশরা।
যদিও জিততে লক্ষ্য ছিল মাত্র ১৮২ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ৩৮ রানে। একমাত্র টেস্টে ১৪৩ রানের জয় পায় ইংলিশরা। ১১২ বছরের মধ্যে এটিই টেস্টে জেতা কোনো দলের ১ম ইনিংসে সর্বনিম্ন রান।
ইংল্যান্ডকে এমন নাটকীয় আর অনায়াস জয়ে এনে দিলেন দুই পেসার ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। নতুন বলে তাদের সামনে দাঁড়াতেই পারলেন না আইরিশ ব্যাটসম্যানরা। উইলিয়াম পোর্টারফিল্ড-পল স্টার্লিংরা দাঁড়াতেই পারেন নি উইকেটে।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ওকস। মাত্র ১৭ রানে ৬ ব্যাটসম্যানকে ফেরালেন তিনি। ব্রড ৪ উইকেট নিয়েছেন ১৯ রানে।
মাত্র ১৫.৪ ওভারেই অলআউট আয়ারল্যান্ড। ৩৮ রানে অলআউট। ১৯৫৫ সালের পর এটিই সবচেয়ে কম রানে অলআউটের রেকর্ড। আর এটি টেস্ট ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় স্কোর। টেস্টের সর্বনিম্ম দলীয় স্কোর ২৬ রান। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড গড়ে এই স্কোর।
তবে ম্যাচসেরা ওকস কিংবা ব্রড নন, নাইটওয়াচম্যান হয়ে নেমে ৯২ রান করা জ্যাক লিচ।
ইংল্যান্ডের এবার অ্যাশেজ লড়াই। বৃহস্পতিবার বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হবে প্রথম টেস্টে ইংলিশরা লড়বে অস্ট্রেলিয়ার সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৫/১০
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২০৭/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩০৩/১০
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১৫.৪ ওভারে ৩৮ (পোর্টারফিল্ড ২, ম্যাককলাম ১১, বালবার্নি ৫, স্টার্লিং ০, ও’ব্রায়েন ৪, উইলসন ০, টম্পসন ৪, অ্যাডায়ার ৮, ম্যাকব্রায়ান ০, মারটাঘ ২, র্যানকিন ০*; ব্রড ৪/১৯, ওকস ৬/১৭)
ফল: ইংল্যান্ড ১৪৩ রানে জয়ী
ম্যাচসেরা: জ্যাক লিচ
টেস্টের সর্বনিম্ন স্কোর
দল | স্কোর | প্রতিপক্ষ | মাঠ | সাল |
নিউজিল্যান্ড | ২৬ | ইংল্যান্ড | অকল্যান্ড | ১৯৫৫ |
দ. আফ্রিকা | ৩০ | ইংল্যান্ড | পোর্ট এলিজাবেথ | ১৮৯৬ |
দ. আফ্রিকা | ৩০ | ইংল্যান্ড | এজবাস্টন | ১৯২৪ |
দ. আফ্রিকা | ৩৫ | ইংল্যান্ড | কেপ টাউন | ১৮৯৯ |
অস্ট্রেলিয়া | ৩৬ | ইংল্যান্ড | এজবাস্টন | ১৯০২ |
দ. আফ্রিকা | ৩৬ | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ১৯৩২ |
আয়ারল্যান্ড | ৩৮ | ইংল্যান্ড | লর্ডস | ২০১৯ |
Discussion about this post