ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২৪০ রান। লক্ষ্যটাতো একেবারেই মামুলিই। বিশেষ করে ভারতের মতো বড় ব্যাটিং লাইন আপের জন্য অনায়াস টার্গেই। কিন্তু ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট যে অন্য কথা বলছিল সকাল থেকেই। নিউজিল্যান্ড আগের দিনের রানের সঙ্গে ২৭ রান যোগ করতেই শেষ!
তারপরও দলটা যখন ভারত, তখন মনে হচ্ছিল জিততে যাচ্ছে তারাই। কারণ লম্বা ব্যাটিং লাইন আপ। চলতি বিশ্বকাপের সেরা বললেও কম বলা হবে না! রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজারা একাই বদলে দিতে পারেন দৃশ্যপট।
কিন্তু এবার আর হল না! জয়ের কাছে গিয়েই সব শেষ। ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লাকি ফার্গুসনদের আগুন ঝরা বোলিংয়ের তোপে পড়ে ১৮ রান দূরে থাকতেই অলআউট ভারত। বৃষ্টিতে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ১৮ রানের জয়ে ফাইনালে নিউজিল্যান্ড।
সেমি-ফাইনাল থেকে বাদ পড়ে এক সময় সেমি-ফাইনালের দল হিসেবে পরিচিতি পাচ্ছিল নিউজিল্যান্ড। টানা দুইবার ফাইনালে উঠে সেই অপবাদ কাটল।
২০১১ সালে দেশের মাটিতে শিরোপা জিতেছিল ভার। এরপর টানা দ্বিতীয়বার বিদায় নিয়েছে দল সেমি-ফাইনাল থেকেই।
তবে সেমি-ফাইনাল লড়াইটা দারুণ জমেছিল বুধবার। শুরুর ধাক্কা সামলে মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজার ব্যাটে জয়ে স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। আসলে শুরুটাই যে ভাল ছিল না। মাত্র ৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিউই বোলারদের তোপে নাজেহাল হয়ে যায় দল।
হার্দিক পান্ডিয়া ও রিশব পান্ট ৪৭ রানের জুটি গড়ে দলটির কক্ষ পথে ফেরানোর চেষ্টা করেছিলেন। ২৩তম ওভারের ৫ম বলে কলিন ডি গ্র্যান্ড হোমের ক্যাচে পান্টকে ফেরান মিশেল স্যাটনার।
বিপদের মুখে অবশ্য হাল ধরে মহেন্দ্র সিং ধোনি। রবিন্দ্র জাদেজা ৫৯ বলে (৪ চার ও ৪ ছয়ে ৭৭ রান)। এ ডানহাতি তো একাদশে সুযোগ পেয়ে রীতিমতো ঝড় তোলেন। সপ্তম উইকেটে ধোনি-জাদেজা গড়েন ১২৪ রানের জুটি। বিপজ্জনক এ জুটি ভাঙেন বোল্ট। এরপর ধোনি (৫০) ফিরতেই সব শেষ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৩৯/৮ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেইলর ৭৪, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ১০, স্যান্টনার ৯*, হেনরি ১, বোল্ট ৩*; ভুবনেশ্বর ১০-১-৩৪-৩, বুমরাহ ১০-১-৩৯-১, পাণ্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।
ভারত: ৪৯.৩ ওভারে ২২১ ( রাহুল ১, রোহিত ১, কোহলি ১, পান্ত ৩২, কার্তিক ৬, পাণ্ডিয়া , ধোনি ৫০, জাদেজা ৭৭, ভুবনেশ্বর ০, চেহেল ৫, বুমরাহ ০*; বোল্ট ১০-২-৪২-২, হেনরি ১০-১-৩৭-৩, ফার্গুসন ১০-০-৪৩-১, ডি গ্রান্ডহোম ২-০-১৩-০, নিশাম ৭.৩-০-৪৯-১, স্যান্টনার ১০-২-৩৪-২)।
ফল: নিউজিল্যান্ড ১৮ রানে জয়ী
ম্যাচসেরা: ম্যাট হেনরি
Discussion about this post