সময়টা যে ফুরিয়ে গেছে সেটা আঁচ করতে পেরেছিলেন আগেই। তাইতো ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন। গুডবাই বলেছেন টি-টুয়েন্টি ক্রিকেটকেও। কিন্তু টেস্ট ক্রিকেটের মায়া যেন কাটাতেই পারছিলেন না। পারবেনই বা কী করে? ২৪ বছর ধরে যে খেলে যাচ্ছেন ক্লান্তিহীন দৃঢ়তায়। কিন্তু এবার বিদায়ের ষোষণা দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
জানালেন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’তম টেস্ট খেলে বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানবেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি। বললেন, ”আমার একটাই স্বপ্ন ছিল- তা হলো ভারতের হয়ে ক্রিকেট খেলা। গত ২৪ বছর ধরে প্রতিদিন এ স্বপ্নই দেখেছি। ক্রিকেট ছাড়া জীবন কল্পনা করাটাই আমার জন্য কষ্টকর। কারণ ১১ বছর বয়স থেকে আমি শুধু এটাই করে আসছি। কিন্তু বিদায় তো আপনাকে বলতেই হয়। ঘরের মাটিতে ২০০তম টেস্ট খেলার প্রতীক্ষায় আছি। তারপরই অবসরের টেস্ট ক্রিকেটকেও বলবো বিদায়!”
আগামী নভেম্বরে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট খেলবে। ১৯৮ টেস্ট খেলা শচীনের তাতেই পুরো হবে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার মাইলফলক। প্রথম টেস্ট শুরু ৬ নভেম্বর আর দ্বিতীয় টেস্ট ১৪ নভেম্বর থেকে শুরু। ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। তবে ২০০তম টেস্টের ভেন্যু হিসেবে এগিয়ে রয়েছে শচীনের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামই। ২০১১ সালে যেখানে শচীন জিতেছিলেন বিশ্বকাপ, সেখানেই ক্রিকেট থেকে বিদায় নিতে চান দ্বিতীয় ডন। মাস্টার ব্যাটসম্যান এর আগেই বিদায় নেন ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে।
টেস্ট ক্রিকেটে শচীন করেছেন রেকর্ড ১৫ হাজার ৮৩৭ ও ওয়ানডেতে রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান।
http://youtu.be/a3rGiWw5kRk
Discussion about this post