ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের কাছে বিশ্বকাপ ম্যাচে হারের দুঃখটা ভুলতে পারছে না পাকিস্তানের ভক্তরা। আর সেই ম্যাচে ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে শোয়েব মালিক ও তার স্ত্রী সানিয়া মির্জাকে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে দিন এক নাইট পার্টিতে যান শোয়েব-সানিয়া। সেখানে তাদের সঙ্গে আরও দেখা যায় ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদকে। এবার বিরুদ্ধে সিন্ধ হাইকোর্টে অভিযোগ দায়ে করে মামলা করেছেন দেশটির আইনজীবী অবদুল জলিল মারওয়াত। তার দাবি, হুঁকো টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান।
অভিযোগপত্রে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ শোয়েব মালিক করেন শূন্য রান, ইমাম-উল হক করেন ৭ রান এবং ওয়াহাব রিয়াজ মাত্র একটি উইকেট সংগ্রহ করেন।’
১৫ জুন ওল্ড ট্র্যাফার্ডে পাকিস্তানকে বৃষ্টি আইনে ৮৯ রানে হারায় ভারত। সেই হারের পরে কয়েকজন পাকিস্তান ক্রিকেটারের নিজেদের পরিবারের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
যদিও চির শত্রু ভারতের কাছে হারের পর পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। টানা তিন ম্যাচে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারায় সরফরাজের দল। তারপরও রান রেটে নিউজিল্যান্ডের পেছনে পড়ে ভাঙে সেমিতে খেলার স্বপ্ন।
Discussion about this post