ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকতে জয় চাই তাদের। ঠিক এমনই আবহে পথ খুঁজে পেয়েছে সরফরাজ আহমেদের দল। শুরুতে বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি এরপর ব্যাট হাতে বাবর আজমের দাপট। দুইয়ে মিলে পাকিস্তান সহজেই হারাল নিউজিল্যান্ডকে। দুর্দান্ত খেলতে থাকা কিউইরা পেলো চলতি বিশ্বকাপে প্রথম হারের তিক্ত স্বাদ! আর তৃতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।
বুধার বার্মিংহ্যামের এজবাস্টনে৬ উইকেটে জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল। ২৩৮ রান টার্গেটে খেলতে নেমে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে তারা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিউজিল্যান্ড। কিন্তু তাদের বড় সংগ্রহ গড়া হয়নি। পাকিস্তান বোলিয় আক্রমণের সামনে লড়লেন শুধু দু’জন-জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। তাদের হাফসেঞ্চুরিতে ২৩৭ রান পর্যন্ত যেতে পারে গতবারের রানার্স আপরা। কিন্তু সেই উইকেটেই ব্যাট করতে নেমে দারুণ খেললেন বাবর আজম। তুলে নেন শতরান।
এদিন মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় এক ঘণ্টা পর। এজন্য অবশ্য ম্যাচের দৈর্ঘ্য কমেনি। মেঘলা আবহাওয়ায় ভেজা উইকেটে শাহীন আফ্রিদি হয়ে উঠেন ভয়ঙ্কর। তাকে সামাল দিতে হিমশিম খেয়েছে কিউইরা। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসন চেষ্টা করেও এবার পারেন নি।
তবে ডি গ্র্যান্ডহোম-নিশাম মানিয়ে নিয়ে ষষ্ঠ উইকেটে ১২৮ বলে ১৩২ রানের জুটি গড়েন। গ্র্যান্ডহোম ৭১ বলে ছয় চার ও এক ছক্কায় করেন ৬৪ রান। আর ক্যারিয়ার সেরা ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।
২৮ রানে ৩ উইকেট নেন পেসার আফ্রিদি। একটি করে উইকেট নেন শাদাব ও মোহাম্মদ আমির।
জবাবে নেমে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। বিশেষ করে বাবর ও হারিস সোহেল জুটি করেন ১২৬ রান। হারিস ৭৬ বলে তুলেন ৬৮ রান। আর ১২৭ বলে ১১ চারে করেন ১০১ রান তুলে দলকে জেতার বাবর। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে তিনিই ম্যাচের সেরা।
এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাকিস্তান। বাংলাদেশের ঠিক পেছনেই আছে তারা। তবে সরফরাজদের সেমির আশা এখনো বেঁচে আছে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৩৭/৬ (গাপটিল ৫, মানরো ১২, উইলিয়ামসন ৪১, টেলর ৩, ল্যাথাম ১, নিশাম ৯৭*, ডি গ্র্যান্ডহোম ৬৪, স্যান্টনার ৫*; হাফিজ ৭-০-২২-০, আমির ১০-০-৬৭-১, আফ্রিদি ১০-৩-২৮-৩, ওয়াসিম ৩-০-১৭-০, শাদাব ১০-০-৪৩-১, ওয়াহাব ১০-০-৫৫-০)
পাকিস্তান: ৪৯.১ ওভারে ২৪১/৪ (ইমাম ১৯, ফখর ৯, বাবর ১০১*, হাফিজ ৩২, সোহেল ৬৮, সরফরাজ ৫*; বোল্ট ১০-০-৪৮-১, হেনরি ৭-০-২৫-০, ফার্গুসন ৮.১-০-৫০-১, ডি গ্র্যান্ডহোম ২-০-১২-০, স্যান্টনার ১০-০-৩৮-০, নিশাম ৩-০-২০-০, উইলিয়ামসন ৮-০-৩৯-১, মানরো ১-০-৯-০)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বাবর আজম
Discussion about this post