ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লম্বা একটা বিরতি। ২ জুলাই ভারতের সঙ্গে ম্যাচ। তার আগে এখন ছুটির আমেজে বাংলাদেম ক্রিকেট দর। ৩০ জুন থেকে এজবাস্টনে শুরু হবে অনুশীলন। তার আগে সবাই আনন্দে সময় কাটাচ্ছেন। বার্মিংহামের হায়াত রিজেন্সি পাঁচতারকা টিম হোটেলেও নেই প্রাণচাঞ্চল্য নেই। কারণ ক্রিকেটাররা নিজ নিজ আত্মীয়-পরিজন, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম আর চোটে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া প্রায় সবাই থাকছেন বার্মিংহামের বাইরে। সাকিব আল হাসান এখন লন্ডনে। সপরিবারে ফ্রান্স ও সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার কথা থাকলেও বাতিল করেছেন সেই সফর।
লন্ডনে রয়েছেন মুস্তাফিজুর রহমানও। সেখানে এ বাঁহাতি সময় কাটাচ্ছেন নিজের মতো করে। বাংলাদেশ দলের বোলিং কোর্টনি ওয়ালশও ঘুরতে গেছেন লন্ডনে। তার সঙ্গী স্ত্রী ও ছেলে। বড় কোন শহরে ছুটি কাটানো খুব একটা পছন্দ নয় মাশরাফির। তাই পরিবার নিয়ে তিনি গেছেন বার্মিংহাম। সেখান থেকে যাবেন শহর থেকে দূরের এক গ্রামে। সময় কাটাবেন প্রকৃতির কাছে নির্জনতায়।
টানা ছুটি ভারত ও পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে হয়ে উঠতে সাহায্য করবে টাইগারদের। এমনটাই জানিয়েছেন বার্মিংহামে দলের সঙ্গে থাকা সৌম্য সরকার। তিনি বলেন ‘সামনে আর দুটি ম্যাচ আছে প্রাথমিক পর্বে। এখন কয়েক দিনের ছুটি আছে। সবাই মানসিকভাবে তারতাজা ও চাঙা হয়ে ফিরব আশা করি। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি শেষ দুই ম্যাচ জিতব আমরা।’
Discussion about this post