ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঠিক চ্যাম্পিয়নের মতোই খেলেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে দাপট ধরে রেখে মঙ্গলবার উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সবার আগে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেছে অজিরা। ম্যাচে শুরুতে ব্যাট হাতে অ্যারন ফিঞ্চ করেন সেঞ্চুরি। এরপর বল হাতে জেসন বেহরেনডর্ফ-মিচেল স্টার্ক উড়িয়ে দেন ইংলিশদের।
লর্ডসে অনুষ্ঠিত লড়াইয়ে ৬৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ফিঞ্চের দল ৭ উইকেট হারিয়ে তুলে ২৮৫ রান। জবাব দিতে নেমে ৪৪.৪ ওভারে ইংল্যান্ড ২২১ রান তুলেই অলআউট।
এই জয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল অজিরা। একইসঙ্গে সাত ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পেয়ে গেল সেমির টিকিট। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে চতুর্থস্থানে।
অজিদের জয়ে লাভ হল বাংলাদেশের। কিছুটা হলেও স্বস্তি মিলল। ইংলিশদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে টাইগাররা আছে পঞ্চমস্থানে। মাশরাফি বিন মর্তুজাদের সেমিতে খেলার সম্ভাবনা আরো বাড়ল। তবে ভারত-পাকিস্তান দুই দলকেই হারাতে হবে তাদের। পাশাপাশি একটি ম্যাচে এউইন মরগানদের পরাজয় কামনা করতে হবে।
বড় সংগ্রহের সামনে নেমে মঙ্গলবার ফ্লপ ইংলিশ ব্যাটসম্যানরা। কোন রান না করেই ফেরেন ওপেনার জেমস ভিন্স। এরপরই তার পিছু নেন জো রুট (৮)। জনি বেয়ারস্টো ২৭ রানে আউট।
বেন স্টোকস ও জস বাটলার গড়েন ৭১ রানের জুটি। ২৫ রানে আউট বাটলার। এরপর ক্রিস উইকস কিছুটা সঙ্গ দিলেন স্টোকসকে। ১১৫ বলে ৮৯ রান তুলে স্টোকস আউট হতেই সব সম্ভাবনা শেষ। শেষে আদিল রশিদ করেন ২৫ রান।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বিশ্বকাপে তৃতীয় শতরানের জুটি গড়েন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ১২৩ রান করেন তারা। ওয়ার্নার ৬১ বলে ৫৩ রান করে আউট। উসমান খাজা ২৩। আর
১১৫ বলে এই বিশ্বকাপে ব্যক্তিগত দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম শতরান পেয়ে যান ফিঞ্চ। স্টিভেন স্মিথ করেন ৩৮ রান। ২৭ বলে অপরাজিত ৩৮ রান তুলে ফেরেন অ্যালেক্স কেয়ারি।
ম্যাচ হলেন অ্যারন ফিঞ্চ। তার শতরানেই যে সেমির টিকিট পেয়ে গেল অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, খাজা ২৩, স্মিথ ৩৮, ম্যাক্সওয়েল ১২, স্টয়নিস ৮, কেয়ারি ৩৮*, কামিন্স ১, স্টার্ক ৪*; ওকস ২/৪৬, আর্চার ১/৫৬, উড ১/৫৯, স্টোকস ১/২৯, মঈন ১/৪২)
ইংল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২১/১০ (ভিন্স ০, বেয়ারস্টো ২৭, রুট ৮, মর্গ্যান ৪, স্টোকস ৮৯, বাটলার ২৫, ওকস ২৬, মইন ৬, রশিদ ২৫, আর্চার ১, উড ১*; বেহরেনডর্ফ ৫/৪৪, স্টার্ক ৪/৪৩, স্টয়নিস ১/২৯)
ফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী
ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ
Discussion about this post