ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সন্দেহ নেই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার আফগানিস্তানের বিপক্ষে থাকল ব্যাটে ছিল ফিফটি। আর বল হাতে পাঁচ উইকেট। তার রেকর্ড সাফল্যে টাইগাররা ম্যাচ জিতল ৬২ রানে।
এদিনই প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এক হাজার রান ও ৩০ উইকেটের কীর্তি গড়েন সাকিব। এখন তার রান ১০১৬ আর উইকেট ৩৩টি। বিশ্বকাপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট পেলেন সাকিব।
বিশ্বকাপে ৯০০ রান আর ২৫ উইকেটের ‘ডাবল’ সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়ার। তিনটি বিশ্বকাপে ৩৩ ম্যাচ খেলে ৯৭৮ রানের সঙ্গে ২৭ উইকেট অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ওয়াহর। জয়াসুরিয়া খেলেন পাঁচটি বিশ্বকাপে ৩৮ ম্যাচ। ১১৬৫ রান ছাড়াও তার আছে ২৭ উইকেট।
২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে ফিফটি ও পাঁচ উইকেটের কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং। সেই রেকর্ডে ভাগ বসালেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার।
সাকিব এদিনই ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৯ রানে তুলে নেন ৫ উইকেট। বিশ্বকাপে এটাই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং। ওয়ানডেতে সাকিবের আগের সেরা ছিল ২০১৫ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট। বিশ্বকাপে বাংলাদেশের আগের সেরা বোলিং ছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শফিউল ইসলামের ২১ রানে ৪ উইকেট শিকার।
একইসঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের একই আসরে সেঞ্চুরি ও পাঁচ উইকেট পেলেন সাকিব। ১৯৮৩ আসরে রেকর্ড গড়েন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ২০১১ যুবরাজ এমন কীর্তি স্পর্শ করেন। এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে হাজার রানের মাইলফলকে পা রাখেন সাকিব।
Discussion about this post