ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই সেমি-ফাইনালে উঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। তারপরও চোখ রাঙাছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। কিন্তু বাংলাদেশ তাদের পাত্তাই দেয়নি। রীতিমতো আফগানদের উড়িয়ে দিয়ে টাইগাররা পেল অনায়াস জয়। ব্যাট-বলে দাপটে দলকে জেতালেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডারের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকল মাশরাফি বিন মর্তুজার দলের।
সোমবার সাউদাম্পটনে ম্যাচটা আসলে ছিল সাকিব আল হাসানের। ব্যাট হাতে শুরতে করেন ৫১ রান। এরপর বল হাতে ১০ ওভারে মাত্র ২৯ রানে নেন ৫ উইকেট। তারই পথ ধরে দল পায় অনায়াস জয়।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৭ উইকেটে ২৬২ রান। জবাবে নেমে ৪৭ ওভারে আফগানিস্তান অলআউট হয় ২০০ রানে।
ম্যাচে সাকিবের পাশাপাশি অন্যতম জয়ের নায়ক মুশফিকুর রহিমও। ৮৭ বলে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আর মোসাদ্দেক হোসেন ৩৫ রান করেন।
আফগানদের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫১ রান তোলার পথে বিশ্বকাপে এক হাজার রান ক্লাবে নাম লেখান সাকিব। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। একইসঙ্গে বিশ্ব ক্রিকেটে ১৯তম ব্যাটসম্যান হিসেবে এই অনন্য নজির গড়েন এই টাইগার ব্যাটসম্যান। পাশাপাশি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে যান তিনি। টপকে যান ডেভিড ওয়ার্নারকে। এরইমধ্যে করে ফেলেছেন ৪৭৬ রান। তারই পথ ধরে পেছনে ফেলেন ডেভিড ওয়ার্নারকে। যার রান ৪৪৭। তাকে পেছনে ফেলে সাকিবই শীর্ষে।
জেতা ম্যাচে আম্পায়ারিং নিয়ে হতাশা থাকল। আলিম দারের সিদ্ধান্ত গেল বাংলাদেশের বিপক্ষে। ওপেনিংয়ে নেমে শুরুতে ফিরে যান লিটন দাস। এরপরই প্রশ্ন উঠে আদৌ কি আউট ছিলেন এই ওপেনার? মুজিব উর রহমানের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফিরে ফেরেন লিটন। ক্যাচটা নেন আফগানিস্তানের হাশমতউল্লাহ শাহিদি।
কিন্তু সন্দেহ তৈরি হয় ক্যাচটি নিয়ে। বলটি কি মাটি স্পর্শ করেছে কীনা বুঝতে বেশ কয়েকবার স্লো মোশনে দেখেন থার্ড আম্পায়ার আলিম দার। তিনি নিজেও পরিস্কার বুঝতে পারছিলেন না। এজন্য কিছুক্ষণ সময় নিয়ে বারবার দেখেন। শেষ পর্যন্ত আউটই দেন লিটনকে।
অথচ ক্রিকেটে নিয়ম আছে বেনিফিট অব ডাউট সব সময়ে পেয়ে থাকবেন ব্যাটসম্যানরা। পাকিস্তানের আম্পায়ার আলিম দার তারপরও আউট দিলেন লিটনকে! ফিল্ড আম্পায়ার আউটের সফট সিগন্যাল দিয়ে টিভি আম্পায়ারের কাছে যায়। কয়েকবার রিপ্লে দেখে আলিম দার যে সিদ্ধান্ত নেন সেটি নিয়ে উত্তাল ফেসবুক! ১৭ রানে ফেরেন লিটন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬২/৭ (লিটন ১৬, তামিম ৩৬, সাকিব ৫১, মুশফিক ৮৩, সৌম্য ৩, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ৩৫, সাইফ ২*; মুজিব ১০-০-৩৯-৩, দৌলত ৯-০-৬৪-১, নবি ১০-০-৪৪-১, গুলবাদিন ১০-১-৫৬-২, রশিদ ১০-০-৫২-০, রহমত ১-০-৭-০)
আফগানিস্তান: ৪৭ ওভারে ২০০/১০ (গুলবাদিন ৪৭, রহমত ২৪, শাহিদি ১১, আসগর ২০, নবি ০, শিনওয়ারি ৪৯*, ইকরাম ১১, নাজিবউল্লাহ ২৩, রশিদ ২, দৌলত ০, মুজিব ০*; মাশরাফি ৭-০-৩৭-০, মুস্তাফিজ ৮-১-৩২-২, সাইফ ৮-০-৩৩-১, সাকিব ১০-১-২৯-৫, মিরাজ ৮-০-৩৭-০, মোসাদ্দেক ৬-০-২৫-১)
ফল: বাংলাদেশ ৬২ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post