ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার দেয়া বিশাল স্কোরটা মুশফিকুর রহিমের সেঞ্চুরি, মাহমুদউল্লাহর ঝড় আর তামিম ইকবাল, সাকিব আল হাসানের দায়িত্বশীল ইনিংসে বৃহস্পতিবার ছোয়ার আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে বলের সঙ্গে রানের ব্যবধান অনেক বেশি হয়ে যাওয়ায় ৪৮ রানের হার মানতে হয় টাইগারদের। আর তাতে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা পাওয়া নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। কিন্তু ব্যাপারটি নিয়ে এখনই খুব একটা ভাবছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ব্যাটসম্যান তামিম ইকবাল। তারা এখনও আত্মবিশ্বাসী পরের তিন ম্যাচ জিতে অন্যান্য সমীকরণ মিলিয়ে বৈশ্বিক এ টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাওয়া নিয়ে।
ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বৃহস্পতিবার আগে বল হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সে সুযোগে ডেভিড ওয়ার্নার (১৬৬) তোলেন ঝড়। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল করেন খুনে ব্যাটিং (১০ বলে ৩১)। মাঝে উসমান খাজা ও শুরুতে অ্যারণ ফিঞ্চ খেলেন দারুণ। তাদের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৮১ রান। লক্ষ্য তাড়ায় শুরুতেই সৌম্য ফিরলেন সাকিব-তামিমের দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। পরে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড় রোমাঞ্চের আভাসও দিয়েছিল ম্যাচটিত। কিন্তু শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৩৩ রানে থামে টাইগারদের। তারপরও সবার মন জয় করেছেন তারা। যা পুঁজি করেই পরের তিন ম্যাচে জিতে সেমির স্বপ্ন বুনছেন অধিনায়ক মাশরাফি, ‘এখনো কিছুই বলা যাচ্ছে না। আরও তিন ম্যাচ হাতে আছে, আমাদের আরও ভালো খেলতে হবে তারপর দেখা যাবে।’
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে নিউজিল্যান্ড। তিনে ইংল্যান্ড। চারে ভারতের অবস্থান। ঠিক তারপরই রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের এ অবস্থায় আসলে বলে দেয় কোন চার দল উঠবে সেমিতে।
প্রথম পাঁচ ম্যাচের মধ্যে টেবিলের শীর্ষ চারটি দল একাধিক ম্যাচ হারবে। এমনটাই মাশরাফি ভেবেছিলেন, তাতে এ টুর্নামেন্টের গতিপথ পাল্টাবে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টোটা। তারপরও সেমির আশা ছাড়ছেন না তিনি, ‘আমরা ভেবেছিলাম এ পর্যায় পর্যন্ত শীর্ষ দলগুলো কয়েকটি ম্যাচ হারবে আর তাতে টুর্নামেন্টের গতিপথও পাল্টে যাবে। তবে এখনো কিছু ম্যাচ হাতে আছে। তাই নিশ্চিত করে কিছুই বলা যায় না। দেখা যাক কী ঘটে।’
বিশ্বকাপে বাংলাদেশের বাকি এখনও তিন ম্যাচে। সেমির আশা বাঁচিয়ে রাখতে ঐ ম্যাচগুলোতে জিততে হবে টাইগারদের। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলোর হারও কামনা করতে হবে। হিসেবনিকেশ কঠিন হয়ে দাঁড়ালেও বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল এখনো সেমিফাইনালে ওঠার আশা ছাড়ছেন না, ‘আমার মনে হয় এখনো আমাদের শেষ চারে জায়গা করার সুযোগ আছে। মনে হয় না আমার কোনো সতীর্থ এরকম ভাবছে। তবে তিনটি ম্যাচ জিতলে আমাদের সামনে সুযোগ সৃষ্টি হবে। আল্লাহ না রাখলে পয়েন্ট টেবিলের পাঁচেই থাকতে হবে।’
Discussion about this post