ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে সুপার ফ্লপ বাংলাদেশ। ধারহীন বোলিংয়ের সঙ্গে ছিল দৃষ্টিকটু ফিল্ডিং। এই সুযোগটাই নিয়েছে অস্ট্রেলিয়া। জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। অথচ তিনি ফিরতে পারতেন ১০ রানে। মাশরাফি বিন মর্তুজার বলে ক্যাচ ফেলেন সাব্বির রহমান। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন ওয়ার্নার।
এর পাশাপাশি ফিফটি তুলেছেন উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ। শেষে গ্লেন ম্যাক্সওয়েল তুলেন ঝড়। সব মিলিয়ে ৫ উইকেটে ৫০ ওভারে ৩৮১ রানের বড় সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া।
নটিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
নিয়মিত বোলাররা ছিলেন ফ্লপ। এই সুযোগ ৫৮ রানে ৩ উইকেট নেন সৌম্য সরকার। মুস্তাফিজুর রহমান ৬৯ রানে নেন ১ উইকেট। সবচেয়ে খরুচে ছিলেন রুবেল হোসেন।
ম্যাচে ফিঞ্চ ৫১ বলে তুলেন ৫৩ রান। ওয়ার্নারের সঙ্গে ১২১ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে দাপট দেখান ওয়ার্নার ও উসমান খাজা। ওয়ার্নার তুলে নেন এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৯২ রানের এই জুটি ভাঙেন সৌম্য সরকার। ১৪৭ বলে ১৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ওয়ার্নার তুলেন ১৬৬ রান।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩২ রান করেন। উসমান খাজা ৭২ বলে ১০ বাউন্ডারিতে ৮৯।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮১/৫ (ফিঞ্চ ৫৩, ওয়ার্নার ১৬৬, খাওয়াজা ৮৯, ম্যাক্সওয়েল ৩২, স্টয়নিস ১৭*, স্মিথ ১, কেয়ারি ১১*; মাশরাফি ৮-০-৫৬-০, মুস্তাফিজ ৯-০-৬৯-১, সাকিব ৬-০-৫০-০, রুবেল ৯-০-৮৩-০, মিরাজ ১০-০-৫৯-০, সৌম্য ৮-০-৫৮-৩)।
Discussion about this post