ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন এক উচ্চতায় পা রাখলেন হাশিম আমলা। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতক রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি। এজবাস্টনে বিশ্বকাপ ম্যাচে বুধবার এই অভিজাত ক্লাবে পা রাখতে দরকার ছিল ২৪ রান। সেই লক্ষ্য পূরণ করে খেলেন ৫৫ রানের সাবধানী ইনিংস।
৩৬ বছর বয়সী আমলা ৮ হাজার রান করতে খেলেন ১৭৬ ইনিংস। ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম। দ্রুততম আট হাজার রানের রেকর্ড বিরাট কোহলির। ভারত অধিনায়কের ১৭৫ ইনিংসে পা রাখেন ৮ হাজারি ক্লাবে।
এর আগে ২ থেকে ৭ হাজার পর্যন্ত দ্রুততম ছিলেন আমলা। আট হাজারে এসে পিছিয়ে পড়লেন।
দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রান করেন আমলা। আগের তিনজন ক্রিকেটার হলেন- জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স ও হার্শেল গিবস।
আমলার এই মাইলফলকের ম্যাচে প্রোটিয়ারা তুলে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান। হাফসেঞ্চুরি করেন রসি ফন ডার ডাসেন। তিনি করেন ৬৪ বলে ৬৭।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২৪১/৬ (ডি কক ৫, আমলা ৫৫, ডু প্লেসিস ২৩, মারক্রাম ৩৮, ফন ডার ডাসেন ৬৭*, মিলার ৩৬, ফেলুকোয়ায়ো ০, মরিস ৬*; বোল্ট ১/৫৩, ফার্গুসন ৩/৫৯, ডি গ্র্যান্ডহোম ১/৩৩, স্যান্টনার ১/৪৫)
Discussion about this post