ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে ব্যাটে-বলে সমান তালে ঝড় তুলছেন সাকিব আল হাসান। আগের দুই ম্যাচেই তার ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি। এবার শতরানে থামলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৯৫ বলে নয় চার ও এক ছক্কায় ওয়ানডেতে নিজের অষ্টম সেঞ্চুরি আদায় করে নেন সাকিব। দেশের হয়ে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। তারপরও দল হেরে গেছে। টপকাতে পারেনি ইংল্যান্ডের রান পাহাড়!
সাকিব বিদায় নিতেই সব শেষ। ২৮০ রানে থামে টাইগাররা। এর আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছিল ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান। স্বাগতিকরা ম্যাচ জিতে ১০৬ রানে। তিন ম্যাচ খেলে দুটিতে জিতল তারা। আর সমান ম্যাচে মাশরাফি বিন মর্তুজাদের জয় এক ম্যাচে।
কার্ডিফে আগে দুই বার জিতলেও এবার জয় ধরা দেয়নি। টানা তিন বিশ্বকাপে হারানো যায়নি ইংল্যান্ডকে।
শনিবার সোফিয়া গার্ডেনে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান করে ইংল্যান্ড! বিশ্বকাপে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। জেসন রয়ের ব্যাটে থেকে এসেছে ১৫৩ রানের ঝলমলে এক ইনিংস। হাফসেঞ্চুরি জস বাটলার ও জনি বেয়ারস্টোর ব্যাটে!
শেষ দিকে ঝড় তুললেন লিয়াম প্লানকেট ও ক্রিস ওকস। জিততে রেকর্ড গড়তে হতো্ বাংলাদেশকে। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের এটি সর্বোচ্চ। ২০১১ আসরের উদ্বোধনী ম্যাচে ভারতের ৪ উইকেটে ৩৭০ ছিল আগের সর্বোচ্চ।
কিন্তু পারেনি বাংলাদেশ। লড়লেন শুধুই সাকিব। শেষ পর্যন্ত এই মাস্টার ক্রিকেটার ফেরেন ১২১ রানে। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। মাহমুদউল্লাহ ২৮। অন্যরা নামের প্রতি সুবিচার করতে পারেন নি।
এই ম্যাচেও আগের একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। দলে ছিলেন না পেসার রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৮৬/৬ (রয় ১৫৩, বেয়ারস্টো ৫১, রুট ২১, বাটলার ৬৪, মর্গ্যান ৩৫, স্টোকস ৬, ওকস ১৮*, প্লানকেট ২৭*; সাকিব ১০-০-৭১-০, মাশরাফি ১০-০-৬৮-১, সাইফ ৯-০-৭৮-২, মুস্তাফিজ ৯-০-৭৫-১, মিরাজ ১০-০-৬৭-২, মোসাদ্দেক ২-০-২৪-০)
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৮০/১০ (তামিম ১৯, সৌম্য ২, সাকিব ১২১, মুশফিক ৪৪, মিঠুন ০, মাহমুদউল্লাহ ২৮, মোসাদ্দেক ২৬, সাইফ ৫, মিরাজ ১২, মাশরাফি ৪*, মুস্তাফিজ ০; ওকস ৮-০-৬৭-০, আর্চার ৮.৫-২-২৯-৩, প্লানকেট ৮-০-৩৬-১, উড ৮-০-৫২-২, রশিদ ১০-০-৬৪-১, স্টোকস ৬-১-২৩-৩)
ফল: ইংল্যান্ড ১০৬ রানে জয়ী
ম্যাচসেরা: জেসন রয়
Discussion about this post