ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না! টস জিতে প্রথমে বোলিং নিয়ে হতাশই হতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। আগের দিন বৃষ্টিতে ঢেকে রাখা হয়েছিল উইকেট। সেখানে টস ভাগ্য সঙ্গে থাকলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও নাকি প্রথমেই বল করার সিদ্ধান্ত নিতেন। কিন্তু হিসাবের ছক উল্টে দিয়েছে স্বাগতিকদের ব্যাটসম্যানরা। শনিবার কার্ডিফে বাংলাদেশকে ছুঁড়ে দিয়েছে বিশাল এক লক্ষ্য!
সোফিয়া গার্ডেনে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান করেছে ইংল্যান্ড! বিশ্বকাপে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। জেসন রয়ের ব্যাটে থেকে এসেছে ১৫৩ রানের ঝলমলে এক ইনিংস। হাফসেঞ্চুরি জস বাটলার ও জনি বেয়ারস্টোর ব্যাটে!
শেষ দিকে ঝড় তুললেন লিয়াম প্লানকেট ও ক্রিস ওকস। জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের এটি সর্বোচ্চ। ২০১১ আসরের উদ্বোধনী ম্যাচে ভারতের ৪ উইকেটে ৩৭০ ছিল আগের সর্বোচ্চ।
বোলিংয়ে মাশরাফির কোন কৌশলই এদিন কাজে আসেনি। বল হাতে বাংলাদেশের বোলিং ইনিংস শুরু করেন সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনারের সঙ্গে অন্যপ্রান্তে খোদ মাশরাফি। সাকিব টানা ৫ ওভার বল করেও উইকেট পাননি। এরপর ১৩তম ওভারে আক্রমণে এসে আরও দু’ওভার করলেন। ইংল্যান্ড ইনিংসের প্রথম ১৫ ওভারের ৭টিই সাকিবের।
তাকে এই দফায়ও পাত্তা দেননি জেসন রয় ও বেয়ারস্টো। তবে একটা রেকর্ড ঠিকই গড়া হয়ে যায়। ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে স্পিনার হিসেবে কোনো ম্যাচের এক ইনিংসের প্রথম ১৫ ওভারের ৭টিই কেন সাকিব। ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে স্পিনার হিসেবে একটি মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব।
বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৮ রানের লক্ষ্য তাড়ার রেকর্ড আছে আয়ারল্যান্ডের। বাংলাদেশ জিতেছে ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৮৬/৬ (রয় ১৫৩, বেয়ারস্টো ৫১, রুট ২১, বাটলার ৬৪, মর্গ্যান ৩৫, স্টোকস ৬, ওকস ১৮*, প্লানকেট ২৭*; সাকিব ১০-০-৭১-০, মাশরাফি ১০-০-৬৮-১, সাইফ ৯-০-৭৮-২, মুস্তাফিজ ৯-০-৭৫-১, মিরাজ ১০-০-৬৭-২, মোসাদ্দেক ২-০-২৪-০)
Discussion about this post