ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টি শঙ্কা নেই! সকাল থেকেই রোদ ঝলমলে কার্ডিফের আকাশ! আগের দিন বৃষ্টিতে ভাসলেও শনিবার দেখা গেল রোদের মেলা! সবার মুখেই হাসি। আর এমনই দৃশ্যপটে টস জিতলেন মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগার ক্যাপ্টেন প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড।
ইংল্যান্ডকে গত দুই বিশ্বকাপেই হারিয়েছে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে রান তাড়া করে জয়। ২০১৫ বিশ্বকাপে রান আটকে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এবার বিশ্বকাপে ‘হ্যাটট্রিক’ জয়ের খোঁজে কার্ডিফের সোফিয়া গার্ডেনে নেমেছে দল।
বাংলাদেশ-ইংল্যান্ড এ পর্যন্ত দুই দলের ২০ ওয়ানডে সাক্ষাতে মাত্র ৪বার জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগাররা।
শনিবার যে মাঠে খেলা হচ্ছে সেই কার্ডিফে সুখস্মৃতি আছে বাংলাদেশের। যদিও অধিনায়ক মাশরাফি বলেন, ‘আগের দুই বিশ্বকাপের জয় এবার কোনো কাজে লাগবে না। ওই দুই ম্যাচে হারলেও তার প্রভাব থাকত না। নতুন ম্যাচ, দুদলই প্রথম বল থেকে শুরু করবে। আমরা গত দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। তার মানে এই নয় যে আবারও সবকিছু আগের মতোই হবে। অবশ্যই সুযোগ আছে, আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
কার্ডিফে একজন বাড়তি পেসারের কথা শোনা গেলেও আগের একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। বাইরেই আছেন পেসার রুবেল হোসেন। যদিও সবশেষ বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: ওয়েন মর্গ্যান, লিয়াম প্লানকেট, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উড।
Discussion about this post