ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারে অনায়াসে হেসে-খেলে বিশ্বকাপ মিশন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। নটিংহ্যামে শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে জেসন হোল্ডারের দল। ১০৬ রানের টার্গেটে নেমে ২১৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ।
টানা দশ হারের অভিজ্ঞতা নিয়ে মাঠে নামে সরফরাজ আহমেদের দল। সেই দুঃসময় কাটানো তো হলোই না উল্টো বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচেই এবার দল পেল দুঃস্বপ্নের অভিজ্ঞতা।
নটিংহ্যামে ট্রেন্ট ব্রিজে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ২১.৪ ওভারে ম্ত্র ১০৫ রান। জবাবে নেমে ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামেন জেসন হোল্ডার। নিজেদের জন্য সঠিক কন্ডিশনে এরপরই বল হাতে ঝড় তুলেন হোল্ডার, ওসানে থমাস, আন্দ্রে রাসেলরা। রীতিমতো খড়-কুটোর মতো উড়ে যায় উইন্ডিজের ব্যাটিং লাইনআপ। কোন ব্যাটসম্যানই গড়তে পারেরন নি প্রতিরোধ। ওপেনার ইমাম উল হক (২) ফেরেন শুরুতেই। ফখর জামান ১৬ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২২ রান তুলে আন্দ্রে রাসেলের শিকার।
হারিস সোহেল ১১ বলে ৮ রানে আউট। বাবর আজমকে ৩৩ বলে ২২ রান করে ওসানে থমাসের বলে ফেরেন সাজঘরে। হতাশ করেন সরফরাজ আহমেদও। পাকিস্তান অধিনায়ক ৮ রানেে আউট। মোহাম্মদ হাফিজ (১৬), ইমাদ ওয়াসিম (১), শাদাব খান (০) ও হাসান আলি (১) দ্রুত ধরেন ড্রেসিংরুমের পথ। শেষে ওয়াহাব রিয়াজ ১১ বলে ১৮ রান করলে একশো পেরোয় পাকিস্তান।
১০৫ রানে থামে দল। এটি বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বনিম্ম সংগ্রহ। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রানে আউট হয়েছিল তারা।
উইন্ডিজের পক্ষে ৪টি উইকেট নেন ওসানে থমাস। ৩ উইকেট অধিনায়ক জেসন হোল্ডারের। দুটি উইকেট পান আন্দ্রে রাসেল।
জবাবে নেমে ৩৪ বলে ৫০ রান করে ফেরেন ক্রিস গেইল। নিকোলাস পুরানের ব্যাটে ৩৪। বল হাতে সফল পাকিস্তানের মোহাম্মদ আসিফ। উইন্ডিজের তিনটি উইকেটই নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২১.৪ ওভারে ১০৫/১০ (ইমাম ২, ফখর ২২, বাবর ২২, হারিস ৮, সরফরাজ ৮, হাফিজ ১৬, ওয়াসিম ১, শাদাব ০, হাসান ১, ওয়াহাব ১৮, আমির ৩*; কটরেল ১/১৮, হোল্ডার ৩/৪২, ২/৪, থমাস ৪/২৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ১০৮/৩ (গেইল ৫০, হোপ ১১, ব্রাভো ০, পুরান ৩৪*, হেটমায়ার ৭*; আমির ৩/২৬)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ওসানে থমাস
Discussion about this post