ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৩০ মে বৃহস্পতিবার শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের লড়াই। উদ্বোধনী ম্যাচে লড়ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মাঠের সেই লড়াইয়ের আগে চলুন এক নজরে দেখে নেি্ ওয়ানডে বিশ্বকাপের কিছু রেকর্ড।
চ্যাম্পিয়ন : সর্বোচ্চ ৫বার অস্ট্রেলিয়া।
রানার্সআপ: সর্বোচ্চ ৩ বার ইংল্যান্ড।
সর্বোচ্চ রান: শচীন টেন্ডুলকার (ভারত) ২২৭৮ রান।
সর্বোচ্চ উইকেট: গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৭১টি।
সর্বোচ্চ দলীয় স্কোর: অস্ট্রেলিয়া ৪১৭ রান।
সর্বনিম্ন দলীয় স্কোর: কানাডা ৩৬ রান।
সবচেয়ে বেশি সেঞ্চুরি: শচীন টেন্ডুলকার (৬টি)
সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি: শচীন টেন্ডুলকার (২১টি)
সবচেয়ে বেশি ছক্কা: গেইল ও ডি ভিলিয়ার্স (সমান ৩৭টি)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: মার্টিন গাপটিল ২৩৭ রান।
সর্বোচ্চ জুটি: ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস (৩৭২ রান)।
সেরা বোলিং ফিগার: গ্লেন ম্যাকগ্রা ১৫ রানে ৭ উইকেট।
সবচেয়ে বেশি ক্যাচ: রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ২৮টি)।
সবচেয়ে বেশি ডিসমিসাল (উইকেটরক্ষক): কুমার সাঙ্গাকারা (৫৪টি)
সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব: পন্টিং (২৯টি)
সবচেয়ে বেশি জয়: অস্ট্রেলিয়া ৬২
সবচেয়ে বেশি হার: জিম্বাবুয়ে ৪২
Discussion about this post