ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা জয়। একই সঙ্গে প্রথমবার ত্রি-দেশীয় সিরিজ ট্রফি ছোঁয়া। সব মিলিয়ে দারুণ ফুরফুরে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে সে মেজাজ নিয়ে রোববার বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে কার্ডিফের সোফিয়া গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে টাইগাররা। এ ম্যাচে জয় পেতে দারুণ আত্মবিশ্বাসী মাশরাফি বিন মর্তুজারা।
বাংলাদেশ দল যখন খোজ মেজাজে ঠিক তখন বিপরীদ চিত্র পাকিস্তান শিবিরে। কেননা দলটি টানা হারের বৃত্ত কিছুতেই ভাঙতে পারছে না। গতকাল তো তারা বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে ৩ উইকেট। তাতে আরও নাজুক নাজুক অবস্থায় পড়েছে সরফরাজ আহমেদের দল। আজ সেই সুযোগটা কাজে লাগাতে চাই বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টাইগাররা আরও বেশি আত্মবিশ্বাস পাচ্ছে আজ থেকে ২০ বছর আগের এক ম্যাচ থেকে। ১৯৯৯ বিশ্বকাপে এ ইংল্যান্ডেই প্রথমবার পাকদের হারিয়েছিল টিম টাইগার্স। আজ আবারও তেমন কিছুই দেখাতে চান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। ঐ বিশ্বকাপের পর এখনও পর্যন্ত এ টুর্নামেন্টে আর দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। তাই আজকে দুই দলের প্রস্তুতি ম্যাচ ভক্তদের দিচ্ছে বাড়তি মাত্রা। তবে সদ্যই আয়ারল্যান্ড থেকে ত্রি-দেশীয় সিরিজ জিতে আশায় দারুণ আশাবাদী টিম টাইগার্স।
ওয়ানডে পরিসংখ্যানে জয়ের দিক দিয়ে পাকিস্তান অনেক এগিয়ে। তবে সাম্প্রতিক পারফরমেন্সের হিসেব এগিয়ে টাইগাররা। পেছনের চার ম্যাচের চারটিই জিতেছে বাংলাদেশ। আর সর্বশেষ ওয়ানডে সিরিজে তো পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল মাশরাফির দল।
প্রস্তুতি ম্যাচে আজ বল-ব্যাটে জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব, মুশফিক, তামিম, সৌম্যরা।এদিকে বল হাতে মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, মেহেদি হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা দেখাবেন কারিশমা। সব যদি এক হয়ে কথা বলে তবে পাকিস্তানকে না হারানোর কোন কারণ থাকবে না টাইগারদের।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে শিবিরে স্বস্তি দিচ্ছে তিন সিনিয়র ক্রিকেটার চোট হয়ে ফেরাটা। তাই রোববার পূর্ণ শক্তি নিয়েই পাকিস্তানের বিপক্ষে নামতে পারবে টিম বাংলাদেশ। এরফলে সবার বেড়েছে আত্মবিশ্বাস। এমনটাই মনে করেন রুবেল হোসেন, ‘সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবশেষ ত্রিদেশীয় সিরিজে আমরা খুব ভালো ব্যাটিং, বোলিং করে বিশ্বকাপে পা রেখেছি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আশা করি সবাই ধারাবাহিকতা ধরে রাখবে। সবাই যদি নিজের ভূমিকা বোঝে, ভালো করতে পারে, আশা করি ভালো কিছুই হবে।’
Discussion about this post