ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিস্ময়কর ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্যারিয়ারে ব্যাট হাতে ঝড় তুলে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। বিশ্বকাপের ঠিক আগে তাকে ঘিরে আলোচনার শেষ নেই। এবার ভারত অধিনায়কের প্রশংসায় মেতেছেন অঅরেক কিংবদন্তি ব্রায়ান লারা। তার মনে কোহলি আসলে মানুষ নন, যেন এক মেশিন তিনি।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বর ব্যাটসম্যান কোহলি। ওয়ানডে ইতিহাসের মাত্র নবম ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলকের সামনে তিনি। অনেকে মনে করছেন, তিনি এভাবে ব্যাটিং করে গেলে ভেঙে ফেললেন গ্রেট শচিন টেন্ডুলকারের সব রেকর্ড।
কোহলির এগিয়ে চলায় চোখ রাখছেন লারা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লিজেন্ড বলছিলেন, ‘ও আসলে মেশিন। আমরা ৮০ ও ৯০ এর দশকে যে ধরনের ক্রিকেটার দেখতাম, সে তাদের চেয়ে ভিন্ন ধরনের। ফিটনেস সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই ব্যাপারটা যতটা গুরুত্বপূর্ণ, ফিটনেস ততটা গুরুত্বপূর্ণ কখনই ছিলো না। এখন যে পরিমাণে খেলা হয় তাতে আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে। সে ফিটনেস নিয়ে কাজ করছে এবং দেখিয়ে দিচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ। কোহলি সত্যিকারের রানমেশিন।’
লারা আরও বলছিলেন, ‘কোহলি এমন একজন ক্রিকেটার যে প্রতিদিন খেলতে নামছে এবং প্রতিনিয়তই রান করে যাচ্ছে। শচিন টেন্ডুলকার আমার কাছে ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। আর কোহলির সামনেও সেই সুযোগ আছে। সে ধারাটা ধরে রেখেছে। আমি এই দুইজনের মধ্যে তুলনা করতে চাইনা। কিন্তু কোহলি অন্য রকম এক প্রতিভা। ও তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ।’
Discussion about this post