ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডোয়াইন ব্র্যাভোর বিশ্বকাপে খেলার সম্ভাবনা কিছুটা হলেও টিকে আছে। ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। একইভাবে রিজার্ভ দলে আছেন আরেক অলরাউন্ডার কাইরেন পোলার্ড। তাদের বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে ক্যারিবীয়দের ১৫ সদস্যের বিশ্বকাপ দল।
দলের কেউ ইনজুরিতে পড়লে ব্র্যাভো অথবা পোলার্ড ডাক পাবেন। তবে রিজার্ভ দলের ১০ ক্রিকেটারই ইংল্যান্ডে চারদিনের ক্যাম্পে থাকবেন। যা চলবে ১৯ থেকে ২৩মে, সাউদাম্পটনে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ছিলেন না উইন্ডিজ বিশ্বকাপ দলের ৭ ক্রিকেটার। তারা যোগ দিয়েছেন দলের সঙ্গে। ৩০ মে শুরু বিশ্বকাপ ক্রিকেট শুরু হলেও একদিন পরে লড়াইয়ে নাম ক্যারবীয় দল। ৩১ মে প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়বে তারা।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল-
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, ফ্যাবিয়ান অ্যালেন, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), ওশানে থমাস, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস ও ড্যারেন ব্রাভো।
রিজার্ভ দল-
সুনীল আমব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খেরি পিয়েরে, কাইরেন পোলার্ড ও রেমন রেইফার।
Discussion about this post