ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের হিসেবে আর মাত্র ১২ দিন পরই ইংল্যান্ডে পর্দা উঠছে বিশ্বকাপের। যেখানে অংশ নিতে এরইমধ্যে পৌঁছেছে টিম বাংলাদেশ। তার আগে শুক্রবার ত্রি-দেশীয় সিরিজের ‘প্রথম’ শিরোপা জিতে আত্মবিশ্বের তুঙ্গে পৌঁছেছে মাশরাফি বিন মর্তুজার দল। সেটাকে পুঁজি করেই দ্বাদশ বিশ্বকাপে দারুণ কিছু করার আশা করছে স্টিভ রোডসের শিষ্যরা।
ডাবলিনে শুক্রবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতে ৫ উইকেটে। কঠিন রান তাড়ায় ২৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শেষের বৈতরণী পার করান মোসাদ্দেক। যদিও সাকিব আল হাসান ফিট থাকলে শুক্রবার ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে খেলা হতো না এ ডানহাতির। সুযোগ পেয়ে অবশ্য তিনিই দেশের ইতিহাস গড়ার ম্যাচের নায়ক বনে গেছেন। নিজের এই পারফরম্যান্সে ভালো লাগা আছে। পাশাপাশি তিনি বিশ্বকাপের আগে দেখছেন দলের ভালোটুকুও, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।’
ত্রি-দেশীয় সিরিজের মতই বিশ্বকাপে পারফর্ম করতে চান মোসাদ্দেক। তবে তার ব্যক্তিগত কোনো চাওয়া নেই, ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে ত্রি-দেশীয় সিরিজের ট্রফি জিতে দারুণ ফুরফুরে টিম টাইগার্স।
Discussion about this post