ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ৩০ মে শুরু বিশ্বকাপ ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই মেগা আয়োজনের জন্য প্রস্তুত। শুক্রবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করেছে বিশ্বকাপের প্রাইজমানি!
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের জন্য রয়েছে লোভনীয় অর্থ পুরস্কার। ইংল্যান্ড বিশ্বকাপে থাকছে ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা।
চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ কোটি টাকা! রানার্সআপ দলের জন্য ২ মিলিয়ন ডলার। মানে ১৭ কোটি টাকা।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জন্য পৃথক প্রাইজমানি। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতলে প্রতিটি দেশ পাবে ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৩৩ লাখ ৮৯ হাজার। আর সেমি ফাইনালে উঠলেই প্রতিটি দল পাবে ১ লাখ মার্কিন ডলার বা ৮৪ লাখ ৭৪ হাজার টাকার সমপরিমাণ।
কোন দল যদি সেমিতে থামে তারপরও পাবে ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় ৬৭ লাখ ৭৯ হাজার।
অংশগ্রহণ করা প্রতিটি দলের জন্য আছে ১ লাখ ডলার। যা প্রায় ৮৫ লাখ টাকা!
Discussion about this post