ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেঘের চোখ রাঙানি নিয়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সকাল থেকেই ফাইনালের ভেন্যু শহর ডাবলিনের আকাশ মেঘে ঢাকা। এরমধ্যে সিরিজে প্রথমবারের মতো টস জিতে ফিল্ডিং নিতে দুইবার ভাবেন নি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
কিন্তু ম্যাচটিতে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে টাইগাররা। চোটের কারণে মাঠের বাইরে আছেন এই অলরাউন্ডার।
ফাইনাল মানেই বাংলাদেশের জন্য সোনার হরিণ। ২০০০ সালের পর থেকে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ছয়টি ফাইনালে হেরেছে টাইগাররা। এবার সেই দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে চায় মাশরাফির দল।
ডাবলিনের মালাহাইডে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয়ের প্রত্যয় নিয়েই নেমেছে দল। কিন্তু সাইড স্ট্রেনের চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না সাকিব আল হাসান।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেই উইন্ডিজকে ৫ উইকেট হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
বাংলাদেশ-উইন্ডিজ এর আগে মুখোমুখি হয়েছে ৩৬বার। টাইগাররা জিতেছে ১৩টিতে। হেরেছে ২১টিতে। পরিত্যক্ত ২টি ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, সুনিল আমব্রিস, ড্যারনে ব্রাভো, রোস্টন চেইস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, রেমন রিফার, অ্যাশলি নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
Discussion about this post