ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট দলের আস্থার প্রতীক তিনি। তাইতো ভক্তরা আদর করে ডাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’ এই উইকেটকিপার ব্যাটসম্যান এবার নতুন এক মাইলফকে পা রাখলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার ৩৩ বলে ৩৫ রান করে আউট হন। এরই পথ ধরে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা পাঁচ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তালিকায় ঢুকে গেছেন মুশফিক।
ওয়ানডে ক্রিকেটে পঞ্চম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ৫,০০০ রান পূর্ণ করেন আগেই। ২০৪ ম্যাচে ৫,৫২২ রান। এরমধ্যে ২০৪ ওয়ানডেতে মোট ১৭৮ ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন মুশফিক। এদিন ৩৫ রান নিয়েই উইকেটরক্ষক হিসেবে খেলা ম্যাচগুলোতে ৫,০০০ হাজার রান পূর্ণ হয়েছে তার।
ইতিহাসে মোট ৪ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাঁচ হাজার বা এর বেশি রান করেছেন। শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা। ৩৩৯ ওয়ানডে ম্যাচে ৪৩.৬৩ গড়ে ১৩,২৬২ রান করেন সাঙ্গাকারা। এরপরই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২৮৯ ম্যাচে ৫০.৭২ গড়ে ১০,৫০০ রান তার।
তিনে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। চারে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। গিলক্রিস্ট ২৭৪ ইনিংসে করেন ৯,৪১০ রান। ফ্লাওয়ার ১৮৩ ইনিংসে তুলেছেন ৩৪.৫৯ গড়ে৫,৮৪৫ রান।
Discussion about this post