ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কয়েক বছর ধরে ইনজুরির সঙ্গেই যেন তার বসবাস। একাধিক আন্তর্জাতিক ম্যাচও মিস করেছেন তিনি। ইনজুরি কাটিয়ে দলে ফিরে বারবরের মতেই সাফল্য পাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটও করছিলেন তিনি। কিন্তু হাফসেঞ্চুরির পর হঠাৎ করেই চোট নিয়ে মাঠ ছাড়েন।
দল ৬ উইকেটের অনায়াসে জিতলেও চিন্তা ফেলে দিয়েছেন সাকিব। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচ। এখানে থাকবেন তো দলের সহ-অধিনায়ক?
বুধবার রাতের ম্যাচে হাফসেঞ্চুরির পরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সাইড স্ট্রেইন সমস্যায় পড়ে চলে যান সাজঘরে। তখন তার ব্যাটে ৫১ বলে ৫০ রান। এরমধ্যে পিঠের এই চোটের পর মাঠে ফিজিওকে ডাকেন। কিন্তু প্রাথমিক চিকিৎসায় না সারলে ঝুঁকি না নিয়ে রিটায়ার্ট হার্ট দেখিয়ে মাঠ ছাড়েন সাকিব।
এর আগে গত বিপিএলের ফাইনালে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই ধাক্কা সামলে আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। তারপরই দলের সঙ্গে এসেছেন আয়ারল্যান্ডে।
বিশ্বকাপের যখন সপ্তাহ দুয়েক বাকী তখন সাকিবের এমন চোট দলকে চিন্তায় ফেলে দিয়েছে!
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৮ (স্টার্লিং ১৩০, ম্যাককলাম ৫, বালবার্নি ২০, পোর্টারফিল্ড ৯৪, ও’ব্রায়েন ৩, অ্যাডায়ার ১১, উইলসন ১২, ডকরেল ৪, ম্যাককার্থি ১* আবু জায়েদ ৫/৫৮, রুবেল ১/৪১, সাইফ ২/৪৩, মোসাদ্দেক ০/৩২, সাকিব ০/৬৫, মাশরাফি ০/৪৭)
বাংলাদেশ: ৪৩ ওভারে ২৯৪/৪ (তামিম ৫৭, লিটন ৭৬, সাকিব ৫০ আহত অবসর, মুশফিক ৩৫, মাহমুদউল্লাহ ৩৫*, মোসাদ্দেক ১৪, সাব্বির ৭*; অ্যাডায়ার ১/৫২, ম্যাককার্থি ১/৬১, লিটল ০/৬৭, র্যানকিন ২/৪৮, ডকরেল ০/৫৭)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আবু জায়েদ রাহী
Discussion about this post