ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজকে দুবার হারিয়ে এরইমধ্যে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। এরমধ্যে বুধবার গুরুত্বহীন ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে লড়বে টাইগাররা। ফাইনালের আগে ওয়ার্মের আপের লড়াই। টানা দুইবার ক্যারিবীয়দের হারালেও শিরোপায় চোখ নেই মাশরাফি বিন মর্তুজাদের।
কারণটাও সংগত। এর আগেও একাধিকবার এ জায়গায় পৌঁছে হতাশা নিয়ে ফেরায় এখনই ট্রফির স্বপ্নে বিভোর হচ্ছে না টাইগার ক্রিকেটাররা।
এবার নিয়ে ওয়ানডেতে পঞ্চমবারের মতো ফাইনালে বাংলাদেশ। কিন্তু শিরোপা সোনার হরিণ হয়েই আছে। মাশরাফি বিন মর্তুজা জানাচ্ছিলেন, ‘ফাইনাল নিয়ে আমার কোনো ফাইনাল কথা নেই। অনেক কথা হয়েছে আগে, অনেক অভিজ্ঞতা পেয়েছি। সেগুলো সুখকর ছিল না। এবারও যে কোনো কিছুই হতে পারে। আরেকবার সুযোগ এসেছে, আমরা আবারও চেষ্টা করব।’
বিশ্বকাপের আগে সেই না পাওয়া শিরোপা ছুঁতে পারলে আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশের। এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক। মাশরাফি বলেন, ‘ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে। আগে কখনও জিতিনি আমরা। তবে শুধু সেটিই নয়, বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা ইংল্যান্ড যেতে পারব।’
আগামী শুক্রবার ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এ টুর্নামেন্টের লিগ পর্বের দুই ম্যাচেই প্রতিপক্ষকে হারিয়ে ছিল টাইগাররা। তাইতো এবার শিরোপা নির্ধারনী ম্যাচে বেশ এগিয়েই থাকবে মাশরাফির দল।
Discussion about this post