ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রথমবারের মতো নিয়োগ দিয়েছে নারী ম্যাচ রেফারি। প্রথম নারী ম্যাচ রেফারি ভারতের জিএস লক্ষ্মী। মঙ্গলবার নারী ক্রিকেট উন্নয়নের পথে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। অবশ্য অনেক ধরেই ক্রিকেটের সঙ্গের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। ১৯৮৬ থেকে ২০০৪ পর্যন্ত পেশাদার ক্রিকেটে খেলেছেন এই অলরাউন্ডার।
এরপর ২০০৮-০৯ মৌসুমে প্রথমবারের মতো ভারতে ঘরোয়া নারী ক্রিকেটে ম্যাচ রেফারি ছিলেন লক্ষ্মী। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দেখা গেছে।
৫১ বছর বয়সী লক্ষ্মী এই ম্যাচ অফিশিয়াল এখন থেকে আইসিসির যেকোনো ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এ সুযোগ পেয়ে খুশি এই ভারতীয় নারী অফিসিয়াল বলছিলেন, ‘আইসিসিকে ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তাদের কাছেও কৃতজ্ঞ। আইসিসির প্যানেল ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ পাওয়াটা অনেক বড় সম্মানের। এরই পথ ধরে নতুন যুগের সূচনা হলো।ভারতে ক্রিকেটার হিসেবে অনেক লম্বা সময় পার করেছি, ম্যাচ আম্পায়ার হিসেবেও অনেক দিন কাজ করেছি। এখন আন্তর্জাতিক অঙ্গনে ভাল কিছু করতে চাই আমি।’
আইসিসির আম্পায়ার ও রেফারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আদ্রিয়ান গ্রিফিথ জানান, ‘আমারা ম্যাচ অফিশিয়ালদের মধ্যে বৈষম্য দূর করতে বদ্ধ পরিকর। সব নিয়োগই মেধার ভিত্তিতেই দেওয়া হচ্ছে।’
একইসঙ্গে এদিন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেল আম্পায়ার হিসেবে যুক্ত হলেন অস্ট্রেলিয়ার ইলোইস শেরিদান। গত মাসে প্রথমবারের মতো পুরুষদের ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করে ইতিহাস গড়েন ক্লেয়ারি পোলোসেক।
এবার আন্তর্জাতিক নারী আম্পায়ারের তালিকায় যোগ হলেন অস্ট্রেলিয়ার শেরিদান। বিগ ব্যাশে রিজার্ভ আম্পায়ার হিসেবে দুটি ম্যাচে দায়িত্বে ছিলেন শেরিদান।
Discussion about this post