ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাঠে দুর্দান্ত দাপট ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। শুরুতে তিন দিনের ম্যাচে সিরিজ জিতেছে তারা। এবার ওয়ানডে সিরিজেও বাজিমাত। পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জুনিয়র টাইগাররা জিতেছে ১৭ রানে।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার ৮৯ রানে হেসে-খেলে জিতেছিল বাংলাদেশের যুবারা। এর অর্থ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বুধবার খুলনাতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা। হোয়াইট ওয়াশের মিশনে নামবে স্বাগতিক দল।
এদিন খুলনায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৫৯ রান। জবাব দিতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ৫০ ওভারে ৯ উইকেট আটকে যায় ২৪২ রানে।
যদিও ব্যাটিংয়ে শুরুটা ভাল ছিল না জুনিয়র টাইগারদের। দলীয় ১১ রানে প্রথম উইকেট পতন। এরপর মফিজুল ইসলাম রবিন ও সাকিব শাহরিয়ার দ্বিতীয় উইকেটে তুলেন ৪৯ রান। সাকিব শাহরিয়ার ফেরেন ২৪ রানে।
তারপরই রবিন ও আইচ মোল্লা পায় বড় জুটি। ৯৬ রান তুলেন দু’জন। ১০২ বলে ৬৯ রান করে আউট রবিন। আইচ মোল্লা ৫২। আগের ম্যাচের সেরা মাহফুজুর রহমান রাব্বি ৩৪ বলে করেন অপরাজিত ৪৪। ৩২ রান আসে অধিনায়ক রিহাদ খানের ব্যাটে।
এরপর নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ শুরুতেই পায় ৫৪ রানের জুটি। তবে শেষ রক্ষা হয়নি। দলটিকে চেপে ধরে স্বাগতিক দলের বোলাররা। এরমধ্যে সামির সাকিব তুলেন ৫৫ রান। মোহাম্মদ ওয়াক্কাস ৩৮, অধিনায়ক ওমর ইনাম ৩৪, কাশিফ আলী ২৮ রান করেন।
মাহফুজুর রহমান রাব্বী ৫০ রান দিয়ে নেন ৩ উইকেট। এই ম্যাচেরও সেরা তিনি। আশিকুর রহমান নেন দুটি উইকেট।
Discussion about this post