ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু কোন ওয়ানডে না খেলেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। স্বাভাবিকভাবেই তাই সমালোচনায় পড়েছিলেন আবু জায়েদ চৌধুরী রাহী। শেষ পর্যন্ত ত্রি-দেশীয় সিরিজের মধ্যে দিয়ে সোমবার দেশের জার্সিতে ওয়ানডে অভিষেকটা হয়ে গেল ডানহাতি এ পেসারের।
অনুশীলনের সময় চোটের পাওয়ায় সোমবার ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। যে কারণে বাংলাদেশের ওয়ানডে জার্সিতে অভিষেক হয়েছে জায়েদ চৌধুরী রাহীর। টসের সময় ব্যাপারটি পরিস্কার করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এখন পর্যন্ত আবু জায়েদ পাঁচটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও তার পারফরম্যান্স ছিল সাদামাটা। ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন। তারপরও তাকে বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচক নিয়েছেন শুধু মাত্র বলে কয়ে আউট-ইন সুইং করাতে পারে দেখে। আজ সেটা মাঠের ক্রিকেটে দেখানোর সুযোগটাও পেয়ে গেলেন তিনি।
এরআগে রোববার ডাবলিনে অনুশীলন করতে গিয়ে কোমরে ব্যাথা পান সাইফুদ্দিন। তাই তাকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের ক্রিকেটে পায়নি বাংলাদেশ। যদিও এ পেসার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দুটি উইকেট নিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ জিতলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। এমন ম্যাচে নিজের অভিষেকটাও নিশ্চয়ই রাঙাতেই চাইবেন আবু জায়েদ।
Discussion about this post