ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় মাঠেই নামতে পারল না বাংলাদেশ ও আয়ারল্যান্ড। থেমে থেমে বৃষ্টি। সামার রেইন!
এমন কী টস করতেও নামতে পারল না দুই দল। শেষ অব্দি পরিত্যক্তই ঘোষণা করা হলো ত্রিদেশীয় সিরিজে এই ম্যাচটি। অবশ্য বৃষ্টির আশঙ্কা ছিল আগেই। আগের দিন বৃষ্টি বাধায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। ডাবলিনের মালাহাইডে বৃহস্পতিবারও একই দৃশ্য। শেষ পর্যন্ত স্থানীয় সময় সোয়া ২টায় (বাংলাদেশ সময় সোয়া ৭টা) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মনে রাখার মতো এক জয়ের পর আইরিশদের বিপক্ষে খেলাই হল না বাংলাদেশের। পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। দু’দলই এই ম্যাচ থেকে পেলো ২টি করে পয়েন্ট।
বৃষ্টির উৎপাতে মাঠের কাভার সেই যে শুরু থেকে ঢাকা ছিলো সেটা আর তোলাই যায়নি। তবে ৫০ ওভারের ম্যাচ ছোট করে আয়োজনের পরিকল্পনা চলছিল। কিন্তু সেটাও হলো না। ম্যাচ রেফারি খেলা বাতিল বলে ঘোষণা দেন।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী বাতিল ম্যাচে দুই দল দুটি করে পয়েন্ট পেলো তিন দলের এ টুর্নামেন্টে একটি জয় (৪ পয়েন্ট) ও একটি বাতিল ম্যাচ (২ পয়েন্ট) থেকে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচে বোনাস পয়েন্টসহ জয়ী ওয়েস্ট ইন্ডিজের অর্জন ৫ পয়েন্ট। দুই ম্যাচে ২ পয়েন্টের আয়ারল্যান্ডের।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে অনায়াসে হারায় ক্যারিবীয়দের।
মাশরাফি বিন মর্তুজাদের পরের ম্যাচ ১৩ মে। প্রতিপক্ষ ফের ওয়েস্ট ইন্ডিজ। আর ১১ মে ওয়েস্ট ইন্ডিজ লড়বে আয়ারল্যান্ডের সঙ্গে।
Discussion about this post