ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি ম্যাচের দুঃস্বপ্ন কাটিয়ে আসল লড়াইয়ে ঠিকই বাজিমাত। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এরমধ্যে অবশ্য শেই হোপ আগের ধারাবাহিকতা ধরে রেখে দুর্দান্ত ব্যাট করেন। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান তুলে নেন সেঞ্চুরি। তারপরও ম্যাচে বল হাতে দাপট মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আর হাসানের।
ডাবলিনে মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ করে ৫০ ওভারে ২৬১ রান।
আগের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জুটির একজন জন ক্যাম্পবেল এই ম্যাচে খেলতে পারেন নি। পিঠের সমস্যায় খেলতে পারেন নি তিনি। হোপের সঙ্গে ইনিংস শুরু করেন সুনিল আমব্রিস।
হোপ ছিলেন আগের মতোই ছন্দে।বাংলাদেশ সফরে শেষ দুই ওয়ানডেতে করেন অপরাজিত ১৪৬ ও অপরাজিত ১০৮। এবারের ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে বিপক্ষে তার ব্যাটে ১৭০ রান। মঙ্গলবারও সেই পুরনো দাপট।
ম্যাচে উইন্ডিজের ৮৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩৮ রানে আউট আমব্রিস। ড্যারেন ব্রাভোকে আউট করেন সাকিব। অবশ্য ৫৩ রানে মিরাজের বলে আউট হতে হতে বেঁচে যান হোপ। ম্যাচে ১২৬ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করেন হোপ। এদিনই স্পর্শ করেন ৪৭ ইনিংসে ২ হাজার রান।
৫১ রানে চেইসকে ফেরান মাশরাফি। এরপর সেঞ্চুরিয়ান হোপ ও জেসন হোল্ডারকেও আউট করেন তিনি।
মাশরাফির দুর্দান্ত বল করলেও ফ্লপ মুস্তাফিজুর রহমান। এই সুযোগেই উইন্ডিজ ৯ উইকেটে ৫০ ওভারে করে ২৬২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬১/৯ (হোপ ১০৯, আমব্রিস ৩৮, ব্রাভো ১, চেইস ৫১, কার্টার ১১, হোল্ডার ৪, ডাওরিচ ৬, নার্স ১৯, রোচ ১, কটরেল ৪*, গ্যাব্রিয়েল ০; সাইফ ২/৪৭, মাশরাফি ৩/৪৯, মুস্তাফিজ ২/৮৪, সাকিব ১/৩৩, মিরাজ ১/৩৮)
বাংলাদেশ: ৪৫ ওভারে ২৬৪/২ (তামিম ৮০, সৌম্য ৭৩, সাকিব ৬১*, মুশফিক ৩২*; কটরেল ০/৪৭, রোচ ০/৩০, গ্যাব্রিয়েল ১/৫৮, হোল্ডার ০/২৭, নার্স ০/৪৬, চেইস ১/৫১)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাই হোপ
Discussion about this post