ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে ব্যাট হাতে ঝড় তুললেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে রোববার স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের হয়ে দু’জন গড়েন ৩৬৫ রানের জুটি। ৫০ ওভারে তিন উইকেটে ৩৮১ রান করে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ।
হোপ-ক্যাম্পবেল ভেঙে দেন পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামানের ৩০৪ রানের আগের রেকর্ড। ২০১৮ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন তারা।
ইনিংসের ৪৩তম ওভারের পঞ্চম বলেই গড়েন নেন বিশ্বরেকর্ড। ফখর জামান ও ইমাম-উল-হকের অর্জন চলে গেল দুই নম্বরে। ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের।
৪০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৫৯। দুই ব্যাটসম্যানই সেই সময় ১২৩ রানে অপরাজিত। এক পর্যায়ে আইরিশ বোলারদের তুলোধুনো করে উদ্বোধনীতে নিজ দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙেন। ২০০ রানের জুটি গড়েন শিবনারায়ন চন্দরপল ও উইলিয়ামস।
৪৮তম ওভারের দ্বিতীয় বলে ম্যাকার্থির বলে আউট হন ক্যাম্পবেল। ১৩৭ বলে ১৫ চার ও ছয় ছক্কায় ১৭৯ রান করেন। আর প্রথম উইকেট জুটি থামে ৩৬৫ রানে। ৭ রানের জন্য ২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইল ও ম্যারলন স্যামুয়েলসের গড়া রেকর্ডটি বেঁচে গেল। হোপ ফিরেছেন ১৭০ রানে। ১৫২ বলের ইনিংসে ২২ চার ও ২ ছক্কার সমাহার ছিল তার ইনিংসে।
Discussion about this post