ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের ম্যাচ ৭ মে। তার আগে রোববার শুরু হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের লড়াই। যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ট্রফি উন্মোচনে হাজির ছিলেন তিন অধিনায়ক জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ),মাশরাফি বিন মতুর্জা ( বাংলাদেশ) ও উইলিয়াম পোটারফোল্ড (আয়ারল্যান্ড)। টুর্নামেন্টের স্পন্সর বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন।
আয়ারল্যান্ডে তিনজাতি এই টুর্নামেন্ট সরাসরি দেখাবে বাংলাদেশের দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, গাজী টিভি এবং মাছরাঙা।
একইদিন মাঠে নামবে বাংলাদেশও। তবে সেটা নিছকই প্রীতি ম্যাচ। যেখানে আয়ারল্যান্ড উলভসের সঙ্গে লড়বে টাইগাররা।
চলুন দেখে নেই ত্রিদেশীয় ক্রিকেটের সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহিড
Discussion about this post