ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ৩০ মে ইংল্যান্ডে শুরু শ্রেষ্টত্বের লড়াই। তার আগে শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রথমবারের মতো সমর্থকদের জন্য বাজারে নিয়ে আসছে ‘স্পোর্টস এন্ড স্পোর্টস’ নামক একটি প্রতিষ্ঠান। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের দুই শীর্ষ পার্ক ‘অঞ্জনস’ এবং ‘জেন্টলম্যান’ এর শতাধিক আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি।
রাজধানীর হাতিরঝিলে ক্রিকেটার্স কিচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচিত হওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু অনির্বাচিত কারণে হয়নি। তবে তারা নিশ্চিত করেছেন জার্সির মূল্য। বড়দের জন্য বাংলাদেশ জাতীয় দলের ফ্রি সাইজের জার্সি পাওয়া যাবে ১১৫০ টাকায়। শিশুদের জার্সির মূল্য ৮৭৫ টাকার মধ্যে।
অনলাইন শপ থেকেও পছন্দের জার্সি কেনার সুযোগ। ‘ক্রিকশপ বিডি’ এবং ‘জার্সি ফ্রিক বিডি’ তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে বিক্রি করবে জার্সি। সারাদেশের ভক্তদের মাঝে জার্সিটি ছড়িয়ে দেয়ার কাজটি করবে রবিন স্পোর্টস নামক প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে শনিবার আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। যেসব প্রতিষ্ঠান জার্সি বিক্রি করবে তাদের কর্ণধার ও প্রতিনিধিরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে।
Discussion about this post