ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গতবছরও তিনি নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট দলের। কিছুদিন আগেও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমালকে বাইরে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাদের ঘোষিত দলে নেই উপুল থারাঙ্গাও।
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের দলে রীতিমতো চমক রেখেছে এলএলসি। দলে জায়গা হারিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও অফস্পিনার আকিলা ধনঞ্জয়াও।
দলে আছেন প্রায় দু’বছর ধরে ওয়ানডের না খেলা ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, স্পিন অলরাউন্ডার মিলিন্ডা শ্রীবর্ধনা, জীবন মেন্ডিস আর লেগস্পিনার জেফারি ভ্যান্ডাসে। ২০১৭ সালের পর ওয়ানডে ক্রিকেটে দেখা যায়নি তাদের।
এর আগে অধিনায়ক নির্বাচনেও ছিল চমক। চারবছর ওয়ানডে দলে না খেলা দিমুথ করুণারত্নেকে নেতৃত্ব দিয়েছে এলএলসি।
ইনজুরির ভোগা অভিজ্ঞ নুয়ান প্রদীপকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। আছেন লাসিথ মালিঙ্গাও। পেস বোলিংয়ে তার সঙ্গে নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমাল।
আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে শ্রীলঙ্কার।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল
দিমুথ করুনারত্নে, অভিষ্কা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, জেফ্রে ভান্দার্সে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, মিলিন্দা সিরিবর্ধনে ও জীবন মেন্ডিস।
স্ট্যান্ডবাই
ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো পেরেরা, কাসুন রাজিথা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
Discussion about this post