ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে ঘরোয়া ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক পা রাখলেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেনস্পিনার আবদুর রাজ্জাক।
বুধবার বিকেএসপিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফির নামের পাশে ছিল ৩৯৯ উইকেট। মাত্র ১ উইকেটের অপেক্ষা। মোহামেডানের বিপক্ষে তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে বোল্ড করে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৪০০তম উইকেটটি নেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট প্রথম ৪০০ উইকেট শিকারী রাজ্জাকের এই মাইলফলক স্পর্শ করতে লাগে ২৬৯ ম্যাচ। মাশরাফির লেগেছে একটু বেশি। ২৮৭তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন ‘নড়াইল এক্সপ্রেস’। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট ২৫৭টি, বাকি ১৪৩টি উইকেট তিনি শিকার করেন ঘরোয়া ক্রিকেটে।
মাশরাফির পরই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে ৩০৭ উইকেট নিয়ে রয়েছেন সাকিব আল হাসান। চারে ফরহাদ রেজা। ঘরোয়া ক্রিকেটে এ পেসার ১৯০ ম্যাচে নেন ২৪৯টি উইকেট। পাঁচে থাকা রুবেল হোসেনের ১৬৪ ম্যাচে নেন ২৩৬ উইকেট।
Discussion about this post