ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের দুঃসময়েও এমন অভিজ্ঞতা হয়নি তার। বুধবার যেন কিছুই করতে পারছিলেন না। বল হাতে আগের সেই দাপট উধাও! তারই পথ ধরে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের তালিকায় চলে গেলেন মুস্তাফিজুর রহমান। যেখানে শফিউল ইসলামের পেছনেই আছেন তিনি।
বুধবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১০ ওভারে ৯৩ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক ম্যাচে এর চেয়ে বেশি রান দেওয়ার তিক্ত রেকর্ড শফিউলের। ২০১০ সালের জুলাইয়ে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দেন তিনি। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩ শফিউল ১০ ওভারে ৯৫ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তান তুলে ৩৮৫।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে থাকি মুস্তাফিজও নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার সেই পথে ছিলেন। তবে শেষ অব্দি সেই রেকর্ড সঙ্গী হয়নি এই পেসারের।
ওয়ানডেতে খরুচে বোলিংয়ের বিশ্বরেকর্ডের দুরেই আছে বাংলাদেশের বোলাররা। ১০ ওভারে ১১৩ রান দিয়ে তিক্ত রেকর্ড অস্ট্রেলিয়ার পেসার মিক লুইসের। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার এই পেসারকে সেই অভিজ্ঞতা দেয় দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে সবচেয়ে ব্যয়বহুল বোলিং
বোলার | ওভার | রান | প্রতিপক্ষ | সাল |
মিক লুইস | ১০ | ১১৩ | দ.আফ্রিকা | ২০০৬ |
ওয়াহাব রিয়াজ | ১০ | ১১০ | ইংল্যান্ড | ২০১৬ |
ভুবনেশ্বর কুমার | ১০ | ১০৬ | দ. আফ্রিকা | ২০১৫ |
নুয়ান জয়সা | ১০ | ১০৬ | ভারত | ২০১৭ |
Discussion about this post