ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেটে সৌভাগ্যবানদের একজন তিনি। রানে নেই তারপরও ঠিকই জাতীয় দলে সুযোগ পেয়ে যান। এবারো তাই হয়েছে। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে কিছুই করা হয়নি। তারপরও ঠিকই সৌম্য সরকারকে টেস্ট দলে জায়গা করে দিয়েছেন নির্বাচকরা। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ শেষেই মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, শফিউল ইসলামদের সঙ্গে সৌম্যর দেশে ফেরার কথা ছিল। কিন্তু টিম ম্যানেমেন্ট জানিয়ে দেন সৌম্যকে টেস্ট স্কোয়াডে রেখে দেয়।
এখনো চোট কাটিয়ে উঠতে পারেন নি সাকিব আল হাসান। প্রথম টেস্টে খেলা নিয়ে শঙ্কা থাকছে অধিনায়কের। তার বিকল্প হিসেবে কিউইদের বিপক্ষে দলে আছেন সৌম্য। বিপিএলের ফাইনালে হাতের আঙুলে চোট পাওয়ার নিউজিল্যান্ড সফরের ওয়ানডে থেকে ছিটকে যান সাকিব। তবে টেস্ট সিরিজের শুরু থেকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সুখবর মিলছে না।
সাকিবের জায়গায় অনেকেই ইমরুল কায়েসের অন্তর্ভুক্তির কথা বলছিলেন। কিন্তু তাকে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। অফ ফর্মের (গত তিন ওয়ানডেতে তার রান ৩০, ২২, ০) সৌম্যকেই বেশি পছন্দ হয়েছে নির্বাচকদের।
নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে ৮ মার্চ শুরু। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে।
বাংলাদেশের টেস্ট দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম অনিক।
Discussion about this post