ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে শাহরিয়ার নাফীসকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা আরো দলে নিয়েছে আরেক তারকা ক্রিকেটার মুমিনুল হককে। পেস বোলার মোহাম্মদ শহীদও এই মৌসুমে আছেন লিজেন্ডসদের সঙ্গে। এর আগে রূপগঞ্জ ধরে রেখেছে নাঈম ইসলাম, নাঈম শেখ ও আসিফ হাসানকে।
রাজধানীর সোনারগাঁ হোটেলে সোমবার দুপুর থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। যেখানে আব্দুর রাজ্জাক প্রাইম ব্যাংকে, নাদীফ চৌধুরী মোহামেডানে, ধীমান ঘোষ শাইনপুকুরে যোগ দিলেন।
প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় রাউন্ডে লিটন দাসকে দলে নিয়েছে মোহামেডান। এনামুল হক বিজয় প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব, সৌম্য সরকার শাইনপুকুর স্পোর্টিং ক্লাব, শামসুর রহমান শুভ ও রনি তালুকদার ডাক পেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে।
সোহাগ গাজী এবং আলাউদ্দিন বাবু মোহামেডানে। চতুর্থ রাউন্ডে তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকেও দলে নিয়েছে মোহামেডান।
জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব আর সৈয়দ খালেদ আহমেদকে ডেকেছে শেখ জামাল। মোহাম্মদ সাঈফউদ্দীন ও মেহেদি হাসান মিরাজকে দলে নিয়েছে ঢাকা আবাহনী। একইসঙ্গে তারা নিয়েছে রুবেল হোসেন এবং জহুরুল ইসলাম অমিকে।
মোহামেডান প্রথম রাউন্ডে দলে নিয়েছে আব্দুল মজিদ ও শফিউল ইসলামকে। শেখ জামালে নিয়েছে নাসির হোসেন আর ইলিয়াস সানিকে।
Discussion about this post