ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাশরাফি বিন মর্তুজার ছোট্ট বিমান নিয়ে আতঙ্কটা অনেক পুরনো। কিছুদিন আগে সিলেট যেতে গিয়ে এনিয়ে নিজের ভীতির কথা শুনিয়েছিলেন তিনি। এবার নিউজিল্যান্ড সফরেও সেই একইভাবে ছোট্ট বিমান এড়িয়ে গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এক ঘণ্টার আকাশযাত্রা ছেড়ে তিনি ও তামিম ইকবাল ছয় ঘণ্টার সড়কযাত্রা বেছে নিলেন। অকল্যান্ড থেকে মাইক্রোবাস নিয়ে দুই টাইগার তারকা গেলেন নেপিয়ার।
মাশরাফির মতো ছোট উড়োজাহাজে চড়তে ভয় তামিমেরও। আর অকল্যান্ড থেকে নেপিয়ারের আকাশপথে বড় উড়োজাহাজ নেই। তাই বাধ্য হয়ে মাইক্রোবাসে করেই গেলেন তারা।
মাশরাফি নিউজিল্যান্ডে ছোট বিমানের বাম্পিংকে বড় ভয় করেন। নিউজিল্যান্ডের পত্রিকা এনিয়ে লিখেছে- ‘দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। এর আগেও এই উড়োজাহাজে উঠেছেন তামিম। কিন্তু ছোট উড়োজাহাজে করে আঞ্চলিক রুটের এই আকাশযাত্রায় এখনো ভয় পান তারা।’
নিউজিল্যান্ডে বাতাসের কারণে প্রায় সব ধরনের উড়োজাহাজেই ঝাঁকুনি খুব সাধারণ ঘটনা। তাতেই ভয় মাশরাফি-তামিমের। এর আগে ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরেও একইভাবে সড়কযাত্রা বেছে নেন তামিম-মাশরাফি।
যদিও রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন ঠিকই উড়োজাহাজে করে নেপিয়ার যান। বুধবার সকাল সাতটায় নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
Discussion about this post