ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত পেছাল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিপিএলের ব্যস্ততায় কারণেই দেশের একমাত্র লিস্ট-এ টুর্নামেন্টটি কিছুটা পেছাল। তবে সোমবার সিসিডিএম প্লেয়ার্স ডাফট ও ম্যাচ শুরুর দিনক্ষণও জানিয়ে দিয়েছে। ১ মার্চ থেকে শুরু হবে পঞ্চাশ ওভারের জমজমাট এ টুর্নামেন্টটি।
যদিও আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর কথা ছিল। ১২ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঠিক ছিল। কিন্তু সিসিডিএমের সমন্বয়ক আমিন খান সোমবার বলেন, ‘ডিপিএল শুরু হবে ১ মার্চ। আর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি।’
গতবারের মতো এবারো ডিপিএলে থাকছে না কোন আইকন ক্যাটাগরি। সর্বোচ্চ গ্রেড এ+। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পাচ্ছেন ৩৫ লাখ। আমিন খান জানান, ‘আমাদের আগের মতই, এ প্লাস ক্যাটাগরি থাকবে, এ থাকবে, এভাবেই ছয় সাতটা গ্রেড থাকবে। সেই অনুযায়ীই ৩৫-৩০ লাখ থাকা এ+ গ্রেড, ৩০-২৫ লাখ টাকা থাকবে এ গ্রেডে, বি গ্রেডে থাকবে ২০-১৮ লাখ, এভাবে আমরা গ্রেড ভাগ করেছি। সর্বোচ্চ ৩৫ লাখ থাকবে।’
গতবারের দল থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে ক্লাবগুলো। ড্রাফটের আগেই সিসিডিএমকে সেই খেলোয়াড়দের নাম জানাতে হবে। লিগ শুরুর আগে ধরে রাখা এসব ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের করতেও বলেছে সিসিডিএম।
Discussion about this post