ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত একবছরে ধারাবাহিকভাবেই ভাল ক্রিকেট খেলে গেছেন তিনি। এবার তারই পুরস্কার মিলল। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন প্যাট কামিন্স। ‘অ্যালান বোর্ডার মেডেল’ পেলেয়েছেন এই পেসার। ২০১৪ সালে মিচেল জনসনের পর আবারো বর্ষসেরা হলেন কোনো ফাস্ট বোলার।
সোমবার মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ক্রিকেটার, আম্পায়ার ও সংবাদকর্মীদের ভোটে সেরা হলেন কামিন্স। তিনি পেয়েছেন ১৫৬ ভোট। ১৫০ ভোট পেয়ে এরপরইনাথান লায়ন। ১৪৬ ভোট নিয়ে তৃতীয় অ্যারন ফিঞ্চ। উসমান খাজা ও মার্কাস স্টয়নিস দুজনই পান ১০২ ভোট।
অস্ট্রেলিয়া নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড’ পেলেন অ্যালিসা হিলি। বর্ষসেরা ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটারও হয়েছেন এই কিপার-ব্যাটার।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন নায়ান লায়ন। তিনি পেয়েছেন ২৫ ভোট। ৯ জানুয়ারি ২০১৮ থেকে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত তিনি ১০ টেস্ট খেলে তুলেছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪৯ উইকেট। কামিন্স (২২) আছেন এরপরই। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মার্কাস স্টয়নিস (৩০)।
বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। গত এক বছরে ১৮ ইনিংসে করেন ৫০৬ রান উইকেট নেন ৯টি। ৩০ ভোট পেয়েছেন এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার ‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার’ পুরস্কার পেয়েছেন ব্যাটসম্যান উইল পুকোভস্কি। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন ম্যাথু ওয়েড।
Discussion about this post